
প্রায় পনেরো মাসের ইস্রাঈলী আগ্রাসনে বিধ্বস্ত গাযা পুনর্গঠনে প্রয়োজন হবে ৫ হাযার কোটিরও অধিক মার্কিন ডলার। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে একথা বলা হয়েছে। গবেষকরা হিসাব-নিকাশ করে বলেছেন, গাযা পুনর্গঠনে এখন আগামী ১০ বছরে ৫ হাযার ৩২০ কোটি ডলার প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিপুল খরচ জোগাতে বেশকিছু দাতা ও অন্যান্য আর্থিক উৎস ও বেসরকারী খাতের সম্পদ থেকে তহবিল দরকার হবে। আইআরডিএনএ বলেছে, গাযায় ধ্বংস হয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে ২৯২,০০০-এরও অধিক ঘরবাড়ি। ৯৫ শতাংশ হাসপাতালই হয়ে পড়েছে অকার্যকর। স্থানীয় অর্থনীতি সংকুচিত হয়েছে ৮৩ শতাংশ।