মদীনায় মুনাউওয়ারায় বাদশাহ সালমানের নামে নবী করীম (ছাঃ)-এর হাদীছ সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হ’তে যাচ্ছে। সম্প্রতি এক রাজকীয় ফরমানে বাদশাহ এ ঘোষণা দেন। ‘কিং সালমান কমপ্লেক্স’-এ হাদীছ বিষয়ে বিশ্বখ্যাত ওলামায়ে কেরামের সমন্বয়ে একটি পরিষদ গঠন করা হবে। রাজকীয় সমনের মাধ্যমেই এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে। উল্লেখ্য, ১৯৮৫ সালে বাদশাহ ফাহাদ কুরআন কমপ্লেক্স চালু হওয়ার পর অদ্যাবধি ১৩ কোটিরও বেশী কুরআন প্রকাশিত হয়েছে। যার সবই বিনামূল্যে বিতরণ করা হয়। একইভাবে অত্র কমপ্লেক্সের মাধ্যমে হাদীছের বাণী দিকে দিকে ছড়িয়ে যাবে বলা আশা করা যায়।