বিরামপুর, দিনাজপুর ২৩শে জানুয়ারী মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার বিরামপুর উপযেলাধীন বিরামপুর ফাযিল মাদরাসা ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, মৃত্যুকে সামনে রেখে আমাদের সকল কাজ করা উচিৎ। কবর হ’ল আখেরাতের প্রথম মনযিল। সেখানে মুক্তি পাওয়ার জন্য নিজের সার্বিক জীবনকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী সংশোধন করে নেওয়া কর্তব্য।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহ্হাবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ রায়হানুল ইসলাম, ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ রাশেদুল ইসলাম, মাওলানা মুখলেছুর রহমান মাদানী (নওগাঁ) ও বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী প্রমুখ।







৩০তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
(রাজশাহী ২৭ ও ২৮শে ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার )
অভিভাবক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কেন্দ্রীয় দাঈর সফর
ইসলামী সম্মেলন
আন্দোলন (কেন্দ্রীয় দাঈর সফর)
সংগঠন সংবাদ
যুবসংঘ
মৃত্যুকে স্মরণ করে দুনিয়াবী জীবন পরিচালিত করুন! (যেলা সম্মেলন : বগুড়া) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
তাবলীগী ইজতেমা ২০১৬ সম্পন্ন -  
যুবসংঘ (কর্মী সম্মেলন ২০১৭) (জান্নাত লাভের স্বপ্ন নিয়ে সংগঠনের কাজ করুন) - -আমীরে জামা‘আত
সকল তন্ত্রমন্ত্র বাদ দিয়ে অহি-র বিধান অনুযায়ী জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন : বগুড়া ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.