(১) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নাটোর যেলার সুধী মুহাম্মাদ আব্দুর রহমান (৭২) গত ২২শে মার্চ রোজ রবিবার রাত ৩-টায় কিডনীজনিত রোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন বাদ যোহর চাঁদপুর ঈদগাহ ময়দানে তাঁর জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। জানাযা শেষে তাঁকে চাঁদপুর আহলেহাদীছ কবরস্থানে দাফন করা। জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য কাযী হারূনুর রশীদসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

(২) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলার যুববিষয়ক সম্পাদক মুহাম্মাদ আমীনুল ইসলাম (৪৭) গত ৬ই এপ্রিল রোজ সোমবার দুপুর ১২-টায় ব্রহ্মপুত্র নদী সাঁতার কেটে পার হওয়ার সময় পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। উল্লেখ্য যে, তিনি নদীর মাঝ বরাবর পৌঁছে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে পানিতে ডুবে যান। অতঃপর ৮ই এপ্রিল সকাল ৬-টায় তার লাশ পাওয়া যায়। ঐদিন যেলার রৌমারী থানাধীন ঘুঘুমারী গ্রামে তার বাড়ীর আঙিনায় সকাল ১০-টায় তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার চাচাতো ভাই রূহুল কুদ্দূস মাস্টার। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা।

(৩) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নীলফামারী-পশ্চিম সাংগঠনিক যেলার সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ (৭২) গত ১৮ই এপ্রিল রোজ শনিবার বিকাল ৪-টায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। একই দিন বাদ মাগরিব যেলা শহরের মুন্সীপাড়াস্থ তাঁর বাড়ীর পার্শ্ববর্তী মাঠে তাঁর প্রথম জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন যেলা সদরের বড়াইবাড়ী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুকাররম হোসাইন। অতঃপর রাত সাড়ে ৮-টায় তার দ্বিতীয় জানাযার ছালাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন ময়দানে। ২য় জানাযায় ইমামতি করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ও মুন্সীপাড়া আহলেহাদীছ জামে মসজিদের খতীব হাফেয মাওলানা আব্দুছ ছামাদ। জানাযা শেষে তাঁকে উক্ত কবরস্থানে দাফন করা। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুস্তাফীযুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, অর্থ সম্পাদক ফযলুল হকসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ এবং ‘সোনামণি’র দায়িত্বশীল, কর্মীবৃন্দ ও বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। তিনি নীলফামারী যেলার একজন সিনিয়র সাংবাদিক ছিলেন। নীলফামারী যেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘নীল সমাচার’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং ঢাকা থেকে প্রকাশিত ইংরেজী দৈনিক ‘বাংলাদেশ অবজারভার’ পত্রিকার নীলফামারী যেলা প্রতিনিধি হিসাবে তিনি কর্মরত ছিলেন। তিনি প্রায় এক যুগ ধরে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

(৪) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুমিল্লা যেলার কোরপাই শাখার সাবেক সভাপতি আব্দুল আযীয ডিলার (৯৫) গত ২২শে এপ্রিল রোজ বুধবার বিকাল সোয়া ৪-টায় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। তিনি দীর্ঘ ৮ বছর যাবত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। অতঃপর  রাত ৯-টায় নিজ বাড়ী সংলগ্ন ওয়াক্তিয়া মসজিদের সামনে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার নাতি হাফেয আরীফুল ইসলাম। অতঃপর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। ‘আন্দোলন’-এর কুমিল্লা যেলা সহ-সভাপতি মাওলানা মুছলেহুদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা জামীলুর রহমান, উপদেষ্টা মাওলানা শরাফত আলী সহ ‘আন্দোলন’ ও যুবসংঘে’র স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় শরীক হন।

[আমরা মাইয়েতগণের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]






রোহিঙ্গা শরণার্থীদের পাশে আমীরে জামা‘আত (নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষে জোরালো ভূমিকা রাখুন!) - -বিশ্ববাসীর প্রতি আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
হাফিযা নাছরীন-এর মৃত্যু সংবাদ
যুবসংঘ
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৪
অন্যান্য মৃত্যু সংবাদ
কর্মী সমাবেশ
২৯তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন (রাজশাহী ২৮শে ফেব্রুয়ারী ও ১লা মার্চ বৃহস্পতি ও শুক্রবার :)
হজ্জব্রত পালন শেষে ২৮ দিন পর মুহতারাম আমীরে জামা‘আতের দেশে প্রত্যাবর্তন
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, মহিলা শাখায় নির্মাণ কাজ শুরু
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মাদ মুজীবুর রহমানের মৃত্যু
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (বিভাগীয় যুবসমাবেশ)
আরও
আরও
.