আন্ধারমুহা, চিরিরবন্দর, দিনাজপুর ৮ই জানুয়ারী’১৭ রবিবার : অদ্য বাদ আছর আন্ধারমুহা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চিরিরবন্দর উপযেলা পুনর্গঠন উপলক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চিরিরবন্দর উপযেলার সভাপতি মুহাম্মাদ আব্দুর রায্যাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও নওগাঁ-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক আফযাল হুসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র যেলা ‘আন্দোলন’-এর সভাপতি তোফায্যল হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মুমিনুল ইসলাম ও অর্থ সম্পাদক আকবর হুসাইন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ সাজ্জাদ হুসাইন। অনুষ্ঠানে ফাহীম হাসানকে সভাপতি ও সাজ্জাদ হুসাইনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট উপযেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।






আরও
আরও
.