গঙ্গানন্দপুর, বোয়ালমারী, ফরিদপুর ২২শে অক্টোবর সোমবার : অদ্য বাদ আছর যেলার বোয়ালমারী থানার গঙ্গানন্দপুর নব নির্মিত আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গঙ্গানন্দপুর শাখার সভাপতি ডাঃ শরীফ মুহাম্মাদ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ।

বর্ষাপাড়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ ২৩শে অক্টোবর মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার কোটালীপাড়া উপযেলাধীন বর্ষাপাড়া ফকিরবাড়ী জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গোপালগঞ্জ যেলা আহবায়ক কমিটির সদস্য জনাব মোকছেদ আলী ফকীর-এর সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। একই দিন বাদ আছর বর্ষাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এবং বাদ মাগরিব কৌটালীপাড়া থানা সদরে অবস্থিত ঘাঘরকান্দা কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ ২৪শে অক্টোবর বুধবার : অদ্য বাদ যোহর যেলার কোটালীপাড়া উপযেলাধীন কাঠিগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উদয়পুর-উত্তরকান্দি সালাফিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। সভায় উপস্থিত সকলের পরামর্শ ও সম্মতিক্রমে আহলেহাদীছ আন্দোলন -এর কাঠিগ্রাম শাখা কমিটি গঠন করা হয়।

টেংরাখালী, কচুয়া, বাগেরহাট ২৯শে অক্টোবর সোমবার : অদ্য বাদ মাগরিব যেলার কচুয়া উপযেলাধীন টেংরাখালী আহলেহাদীছ জামে মসজিদে আহলেহাদীছ আন্দোলন টেংরাখালী শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টেংরাখালী শাখার সভাপতি মাষ্টার ইলিয়াস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন দৈব্জকাঠী কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মাদ ইউসুফ আলী, যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হালীম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অত্র মসজিদের ইমাম মুহাম্মাদ মনযূর রহমান।






আল-‘আওন
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছই অভ্রান্ত সত্যের একমাত্র মানদন্ড (যেলা সম্মেলন ২০২৩ : নীলফামারী-পশ্চিম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ঘরে ঘরে আহলেহাদীছ আন্দোলন-এর দাওয়াত পৌঁছে দিন - -আমীরে জামা‘আত
আমীরে জামা‘আতের ১ম রাতের ভাষণ
মারকায সংবাদ
মজলিসে আমেলার ভার্চুয়াল বৈঠক - .
হজ্জব্রত পালনের উদ্দেশ্যে মুহতারাম আমীরে জামা‘আতের সঊদী আরব গমন
লেখক সম্মেলন ২০২১
মাসিক ইজতেমা
মৃত্যু সংবাদ : মুমতাযুদ্দীন (কক্সবাজার মহানগরীর কর্মী), জনাব মাষ্টার হাশিমুদ্দীন সরকার (কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি ও শূরা সদস্য)
মারকাযী জামে মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দে’র সাবেক আমীর হাফেয মুহাম্মাদ ইয়াহ্ইয়া দেহলভী-এর মৃত্যু
আরও
আরও
.