চট্টগ্রাম ৩১শে মে শুক্রবার : অদ্য বাদ আছর থেকে চট্রগ্রাম শহরের উত্তর পতেঙ্গাস্থ যেলা মারকাযে যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চট্টগ্রাম যেলার সভাপতি জসীমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আরজু হোসাইন ছাবিবর। উক্ত অনুষ্ঠান সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র প্রশিক্ষণ সম্পাদক আরাফাত যামান।

কক্সবাজার ১লা জুন শনিবার : অদ্য বাদ আছর শহরের বাহারছড়াস্থ আহমাদ হোসাইন আহলেহাদীছ জামে মসজিদে কক্সবাজার সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি আরাফাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর।

পঞ্চগড় ১লা জুন শনিবার : অদ্য বাদ আছর বেংহাড়ী মৌলভীপাড়া দারুস সুন্নাহ মাদ্রাসায় পঞ্চগড় যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ মাযহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব ও কেন্দ্রীয় শূরা সদস্য ও গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার সভাপতি আব্দুল্লাহ আল-মামূন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার সহ-সভাপতি হাফেয ওবায়দুল্লাহ।

কানসাট, চাঁপাইনবাবগঞ্জ ৫ই জুন বুধবার : অদ্য সকাল ৯-টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কানসাট মাদ্রাসায় চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ ছালেহ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘যুবসংঘ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমূদ।

কালাই, জয়পুরহাট ২১শে জুন শুক্রবার : অদ্য সকাল ৯-টায় কালাই আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম।

বিরামপুর, দিনাজপুর ২২শে জুন শনিবার : অদ্য সকাল ৯-টা হ’তে আছর পর্যন্ত দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলা কার্যালয়, বিরামপুরে যেলা ‘যুবসংঘে’র সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম।

রংপুর ২৮শে জুন শুক্রবার : অদ্য বাদ আছর রংপুর-পশ্চিম যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে যেলা কার্যালয় শেখ জামাল উদ্দীন আহলেহাদীছ জামে মসজিদে কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মতীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম।






সংগঠন সংবাদ
‘ইসলামী সমাজ ও রাষ্ট্র সংস্কারে আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সুধী সমাবেশ
নির্যাতিত রোহিঙ্গাদের জন্য পৃথক ‘আরাকান রাষ্ট্র’ ঘোষণা করুন! - -মুহতারাম আমীরে জামা‘আত
যেলা সম্মেলন : জয়পুরহাট জান্নাতের পথ বেছে নিন! - মুহতারাম আমীরে জামা‘আত
মৃত্যু সংবাদ
বন্যার্তদের মাঝে কুরবানীর গোশত বিতরণ
বৃ-কুষ্টিয়া দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন
প্রশিক্ষণ (যুবসংঘ)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
সৎকর্মের প্রতিদান উত্তম ও পবিত্র জীবন (যেলা সম্মেলন : নরসিংদী ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আব্দুল মান্নান-এর মৃত্যু সংবাদ
আরও
আরও
.