গত ২৩শে জুন ২০২২ইং রোজ বৃহস্পতিবার রাত্রি ১১-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও সাধারণ সম্পাদক আবুল কালাম পবিত্র হজ্জব্রত ১৪৪৩ হিঃ পালনের উদ্দেশ্যে সঊদী আরব গমন করেন। এসময় তাঁরা মক্কা ও মদীনায় বিভিন্ন দাওয়াতী কর্মসূচীতে অংশগ্রহণ করেন এবং বিশিষ্টজনদের সাথে সাক্ষাৎ করেন। যাদের মধ্যে ছিলেন মক্কাস্থ দাওয়াহ এসোসিয়েশনের পরিচালক এবং দারুল হাদীছ আল-খাইরিয়াহ-এর সাবেক পরিচালক ড. ছালেহ বিন ইউসুফ আয-যাহরানী, নির্বাহী পরিচালক শায়খ মূসা বিন সালমান আল-মালেকী, রাবেতা আলমে ইসলামীর কর্মকর্তা ও উম্মুল ক্বোরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিচালনা পরিষদ সদস্য ড. হাশেম আলী আহমাদ আল-আহদাল, কা‘বার গিলাফের লিপিকার ও বাংলাদেশী বংশোদ্ভূত সঊদী নাগরিক জনাব মুখতার আলম শিকদার, মাসজিদুল হারামে কর্মরত একমাত্র বাংলাদেশী মুফতী ড. মানছূর গোলাম (টেকনাফ) প্রমুখ।

দীর্ঘ ৩৬ দিনের সফর শেষে গত ৩০শে জুলাই রাত ২টায় তারা ঢাকায় অবতরণ করেন। উল্লেখ্য যে, এ বছর আন্দোলন-এর কেন্দ্রীয় শূরা সদস্য ক্বাযী হারূন, সাতক্ষীরা যেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান, বাগেরহাট যেলা সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, ঢাকা (উত্তর) যেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব, জামালপুর (দক্ষিণ) যেলা সভাপতি বজলুর রহমান, কুষ্টিয়া (পূর্ব) যেলা সভাপতি ড. মুহাম্মাদ সাইফুল্লাহ খালেদ, যুবসংঘ দিনাজপুর (পশ্চিম) যেলা সভাপতি মুছাদ্দিক বিল্লাহসহ সংগঠনের বিভিন্ন যেলা দায়িত্বশীলবৃন্দ হজ্জব্রত পালন করেন।

 






কেন্দ্রীয় শিক্ষাসফর ২০২১ : বান্দরবান (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২০
কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০১৯
মাসিক ইজতেমা
প্রশিক্ষণ (চাংলা, বদলগাছী, নওগাঁ, জামদই, মান্দা, নওগাঁ) তাবলীগী সফর (নওগাঁ, বাগাপুর)
রাসূলুল্লাহ (ছাঃ)-কে অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়ান! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যুবসংঘ (তাবলীগী সভা)
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় মারকাযের ছাত্রদের কৃতিত্ব
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
কর্মী সমাবেশ
আরও
আরও
.