‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জয়পুরহাট যেলার অর্থ সম্পাদক, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় ‘আল-হেরা শিল্পী গোষ্ঠী’র প্রধান, দেশ-বিদেশে ব্যাপকভাবে পরিচিত ও সমাদৃত মুহাম্মাদ শফীকুল ইসলাম (৫৮) গত ১৩ই ডিসেম্বর রবিবার দিবাগত রাত দেড়টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট এ্যাটাক করে ইন্তেকাল করেন (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন সহ বহু গুণগ্রাহী ও ভক্তকুল রেখে যান। উল্লেখ্য, বগুড়া যেলার গাবতলী থানাধীন মেন্দিপুর-চাকলা সালাফিইয়াহ হাফেযিয়া মাদরাসা ও ইয়াতীম খানার বার্ষিক জালসায় দ্বিতীয় বক্তা হিসাবে ঘণ্টাধিক সময় বক্তব্য দেওয়ার পর হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে গাবতলী উপযেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে বগুড়া শহরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

পরদিন বাদ আছর নিজ গ্রাম জয়পুরহাট যেলার সদর থানাধীন কমরগ্রামে বাড়ীর পার্শ্ববর্তী প্রশস্ত ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব তার জানাযার ছালাতে ইমামতি করেন। অতঃপর কমরগ্রাম বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।

মুহতারাম আমীরে জামা‘আত প্রথমে মাইয়েতের বাড়ীতে যান এবং তার স্ত্রী ও সন্তানদের সান্ত্বনা দেন। তিনি তাদেরকে সদ্য প্রকাশিত ‘সীরাতুর রাসূল (ছাঃ)’ দ্বিতীয় সংস্করণ ও ‘তাফসীরুল কুরআন’ উপহার দেন। 

জানাযায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া যেলা সভাপতি জনাব আব্দুর রহীম, কেন্দ্রীয় শূরা সদস্য তরীকুযযামান (মেহেরপুর), ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার (মেহেরপুর), সাবেক সভাপতি মুযাফফর বিন মুহসিন, সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার শিক্ষক মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ, মাওলানা রুস্তম আলী ও শামসুল আলম, রাজশাহী-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ ইদরীস আলী, ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা সহকারী আহমাদ আব্দুল্লাহ নাজীব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দেশের প্রায় ২০টি যেলা হ’তে আগত ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সুধী রিজার্ভ বাস, মাইক্রো, প্রাইভেটকার এবং ট্রেন, ভটভটি ও হোন্ডা যোগে জানাযায় যোগদান করেন। এতদ্ব্যতীত জয়পুরহাটের বিভিন্ন মসজিদের ইমাম, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ এবং আলেম-ওলামা সহ হাযার হাযার ভক্ত ও শুভানুধ্যায়ীর উপস্থিতিতে জানাযা স্থল যেন জনসমুদ্রে পরিণত হয়। প্রিয় মানুষটির চির বিদায়ে সকলের চক্ষু ছিল অশ্রুসিক্ত।

(২) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নারায়ণগঞ্জ যেলার সহ-সভাপতি আলহাজ্জ আবুল হাশেম ভূঁইয়া (৬৭) গত ৫ই ডিসেম্বর রাত্রি সোয়া ৮-টায় যেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন কালাদী গ্রামের নিজ বাসায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনী সহ বহু গুণগ্রাহী রেখে যান। তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। পরদিন রবিবার সকাল ৯-টায় কাঞ্চন ভারতচন্দ্র হাইস্কুল মাঠে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। একমাত্র পুত্র ডাঃ আ.ন.ম. সাইফুল ইসলাম জানাযার ছালাতের ইমামতি করেন। অতঃপর কাঞ্চন চৌধুরী পাড়া সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় মুহতারাম আমীরে জামা‘আতের পক্ষে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং অন্যান্যদের মধ্যে ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ, নারায়ণগঞ্জ যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুছল্লী অংশগ্রহণ করেন।






আরও
আরও
.