মাদরাসা পরিদর্শন
ষোলঘর, চাঁদপুর সদর, শুক্রবার, ২৫শে নভেম্বর : অদ্য বাদ যোহর ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডে’র অধিভুক্ত চাঁদপুর যেলার ইত্তেবায়ে সুন্নাহ মাদ্রাসা কমপ্লেক্স পরিদর্শন করেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। ইতিপূর্বে তিনি উক্ত মাদ্রাসা মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। উল্লেখ্য যে, মাদ্রাসাটি বর্তমানে ‘আহলেহাদীছ আন্দোলন’-এর চাঁদপুর যেলা কেন্দ্র হিসাবে পরিচালিত হচ্ছে।
ছাগলনাইয়া, ফেনী, ২৫শে ডিসেম্বর, রবিবার : অদ্য বাদ যোহর যেলার ছাগলনাইয়া উপযেলাধীন নবনির্মিত দারুল আরকাম সালাফিইয়াহ মাদ্রাসা পরিদর্শন করেন ‘শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম ও যেলা সভাপতি ইমরান গাযী প্রমুখ। মাদ্রাসা সভাপতি জনাব যহীরুল ইসলামের সভাপতিত্বে এ সময় অতিথিগণ মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যমন্ডলী এবং স্থানীয় সুধীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির জন্য দোআ করেন।
অভিভাবক ও সুধী সমাবেশ
মহাদেবপুর, নওগাঁ, বুধবার, ৩০শে নভেম্বর : অদ্য বেলা ১০-টায় হাদীছ ‘ফাউন্ডেশন শিক্ষা বোর্ডে’র অধিভুক্ত দারুল হাদীছ সালাফিইয়াহ মাদ্রাসায় এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি সাইফুদ্দীন সরদারের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’-এর কেন্দ্রীয় পরিচালক ড. আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর বহুমুখী ফাযিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুর রায্যাক, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রহমান, উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি নাযীমুদ্দীন মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মামূনুর রশীদ ও এলাকা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম আযাদ।
ফেনী, ২৫শে ডিসেম্বর, রবিবার : অদ্য বাদ আছর যেলা শহরের শাপলা চত্বর সংলগ্ন জমিদার ভবনে অবস্থিত দারুল হাদীছ সালাফিইয়াহ মাদ্রাসায় এক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়, গাযীপুরের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, আহলেহাদীছ পেশাজীবী ফোরাম-এর কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান প্রমুখ।
মাইজদি, নোয়াখালী, ২৪শে ডিসেম্বর, শনিবার : অদ্য বাদ মাগরিব যেলা সদরের নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন দারুল অহী মডেল মাদ্রাসা কর্তৃক বার্ষিক কনফারেন্স আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে অংশগ্রহণ করেন ‘শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ মনজুরে ইলাহী, ড. মুহাম্মাদ সাইফুল্লাহ মাদানী, শায়খ মুস্তাফিযুর রহমান মাদানীসহ অত্র প্রতিষ্ঠানের দায়িত্বশীলবর্গ।
মাদ্রাসা উদ্বোধন
বিল আকছি, মাগুরা সদর, ২রা ডিসেম্বরশুক্রবার : অদ্য বিকাল ৩-টায় ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডে’র অধিভুক্ত আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, মাগুরার উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাগুরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ওয়াহীদুয্যামানের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুজাহিদুর রহমান, দাতা সদস্য আব্দুল গফূর ও পারনান্দওয়ালী আহলেহাদীছ জামে মসজিদের সভাপতি মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাহমূদ হাসান। উল্লেখ্য যে, ইতিপূর্বে বোর্ড চেয়ারম্যান যেলা শহরের পারনান্দওয়ালীতে অবস্থিত যেলার প্রথম আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।
রেহাইচর আদর্শপাড়া, টিকরামপুর, চাঁপাই নবাবগঞ্জ, ৩রা ডিসেম্বর শনিবার : অদ্য বিকাল ৪-টায় ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডে’র অধিভুক্ত দারুস সুন্নাহ সালাফিইয়াহ মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সভাপতি ও চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আরীফুল ইসলামের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘শিক্ষা বোর্ডে’র সচিব জনাব শামসুল আলম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক এমদাদুল হক।
আববাস বাজার, কানসাট, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ, ৯ই ডিসেম্বর শুক্রবার : অদ্য বিকাল ৪-টায় ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডে’র অধিভুক্ত আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, কানসাট-এর বালিকা শাখা উদ্বোধন উপলক্ষে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সেক্রেটারী ও চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব জনাব শামসুল আলম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক ওয়াসিম আকরাম জুয়েল। উল্লেখ্য যে, ইতিপূর্বে বোর্ড চেয়ারম্যান যেলা শহরের পিটিআই, মাষ্টারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।
ঝিকড়া, বাগমারা, রাজশাহী ২রা জানুয়ারী সোমবার : অদ্য বাদ যোহর যেলার বাগমারা উপযেলাধীন ঝিকড়া দারুস সুন্নাহ সালাফিইয়াহ মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সভাপতি মাস্টার শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও সচিব জনাব শামসুল আলম।
বদরগঞ্জ, রংপুর ৭ই জানুয়ারী শনিবার : অদ্য বেলা ১১-টায় যেলার বদরগঞ্জ থানাধীন গুটিরডাঙ্গা-কালুপাড়ায় ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর অধিভুক্ত দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসার বালিকা শাখা উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সভাপতি মুহাম্মাদ নূরুয্যামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুছত্বফা সালাফী ও অত্র মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা আতীকুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক ছাদ্দাম হোসাইন।
লালমনিরহাট শহর, ৭ই জানুয়ারী শনিবার : অদ্য বাদ আছর লালমণিরহাট শহরের কেন্দ্রীয় কবরস্থানের পশ্চিম পার্শ্বে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, লালমণিরহাট উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং ‘শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব।
হরিদা খলসী, নলডাঙ্গা, নাটোর, ১২ই জানুয়ারী বৃহঃবার : অদ্য বাদ যোহর যেলার নলডাঙ্গা উপযেলাধীন হরিদা খলসী গ্রামে নবনির্মিত দাওয়াতুল ইসলাম সালাফিইয়াহ মাদ্রাসার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অত্র মাদ্রাসার সভাপতি জনাব মমতায হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব শামসুল আলম, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলী প্রমুখ। যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলদের উপস্থিতিতে উক্ত সমাবেশে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও কলেজের প্রিন্সিপ্যালগণসহ প্রায় সাত শতাধিক স্থানীয় সুধী ও শুভাকাঙ্খী অংশগ্রহণ করেন।
হাদীছ ফাউন্ডেশন অনলাইন একাডেমী উদ্বোধন
নওদাপাড়া, রাজশাহী ৬ই জানুয়ারী শুক্রবার : অদ্য সকাল ৯টায় ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডে’র পৃষ্ঠপোষকতায় হাদীছ ফাউন্ডেশন অনলাইন একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একাডেমীর উদ্যোগে আয়োজিত এক বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ (১ম ব্যাচ) এবং ৩ মাস মেয়াদী সার্টিফিকেট কোর্স ইন দাওয়াহ (১ম ব্যাচ)-এর উদ্বোধনী ওরিয়েন্টেশন ক্লাসে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, প্রধান পরিদর্শন ড. কাবীরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নূরুল ইসলাম, সদস্য শরীফুল ইসলাম মাদানী প্রমুখ। উল্লেখ্য যে, ৭ই জানুয়ারী থেকে শুরু হওয়া উক্ত কোর্স সমূহের ১ম ব্যাচে মোট ২১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এতে শিক্ষক হিসাবে নিয়মিত পাঠদান করছেন হাফেয আখতার মাদানী, ড. কাবীরুল ইসলাম, আব্দুল হাই মাদানী, আব্দুল মতীন মাদানী, ড. নূরুল ইসলাম, ড. আব্দুল্লাহিল কাফী, ড. আব্দুল হালীম, শরীফুল ইসলাম মাদানী, মীযানুর রহমান মাদানী প্রমুখ।