১১ই মার্চ নওদাপাড়া, রাজশাহী : অদ্য বাদ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর মারকাযী জামে মসজিদে জামা‘আতের সাথে আছর ছালাত আদায়ের পর মারকায পরিদর্শন করেন ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড’-এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক, রেজিস্ট্রার প্রফেসর মোঃ আবদুছ ছাত্তার মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ মহাতাব হোসেন, উপ পরিদর্শক শরীফ মুহাম্মদ ইউনুছসহ অত্র বোর্ডের একটি ঊর্ধ্বতন প্রতিনিধি দল। এ সময় মারকাযে তাদেরকে স্বাগত জানান ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দু্ল্লাহ ছাকিব, সচিব শামসুল আলম, মারকাযের ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম ও মুশরিফ ড. মুহাম্মাদ আব্দুল হালীম প্রমুখ।

শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ প্রতিনিধিগণ এসময় মারকাযের বিভিন্ন বিভাগসমূহ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে অবগত হন। তারা মাদ্রাসার সার্বিক কার্যক্রমে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। মুহতারাম আমীরে জামা‘আত শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে মাদ্রাসা পরিদর্শনে আসায় আন্তরিক ধন্যবাদ জানান এবং শিক্ষা সংস্কারে প্রস্তাবনাসমূহ সহ নিজের লিখিত বেশ কয়েকটি বই উপহার দেন। উল্লেখ্য যে, ইতিপূর্বে ২০০০ সালে তৎকালীন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর সিদ্দীক মারকায পরিদর্শনে এসেছিলেন।






আরও
আরও
.