মেহেরপুর ৬ই ডিসেম্বর শুক্রবার :
অদ্য বাদ আছর যেলা শহরের পৌর ঈদগাহ ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’
মেহেরপুর যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে
মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
উপরোক্ত আহবান জানান। তিনি তাঁর ভাষণে সূরা নাহলের ৯৭ আয়াত পাঠ করে বলেন,
মানুষের জীবন পবিত্র ও অপবিত্র দু’ভাগে বিভক্ত। সৎকর্ম করলে আমাদের জীবন
হবে পবিত্র। আর অসৎকর্ম তথা শিরক ও বিদ‘আতী আমল করলে আমাদের জীবন হবে
অপবিত্র। মানব জীবনের সফরসূচী শূরু হয় প্রথমে আল্লাহর নিকট থেকে মায়ের
গর্ভে। এটা হ’ল প্রথম মনযিল। অতঃপর দুনিয়ায় আগমন। এখানে কমবেশী ৭০ বছর
অবস্থান। যা চারটি স্তরে বিভক্ত। (ক) শৈশবের দুর্বলতা (১-১৬ বছর) (খ)
যৌবনের শক্তিমত্তা (১৬-৪০ বছর) (গ) পৌঢ়ত্বের পূর্ণতা (ঘ) বার্ধক্যের
দুর্বলতা (৬০-৭০ বছর)। অতঃপর নির্দিষ্ট মেয়াদ শেষে মৃত্যু ও কবরে গমন। কবর
তার জন্য জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গর্ত হবে।
তিনি বলেন, দুনিয়ায় অমুসলিমরাও সৎকর্ম করে। কিন্তু তাদের উদ্দেশ্য থাকে দুনিয়া লাভ অথবা সুনাম অর্জন করা। ফলে তারা আখেরাতে কিছুই পায় না। আর যারা ঈমানের সাথে সৎকর্ম করে তারা দুনিয়ায় কিছু না পেলেও পরকালে উত্তম প্রতিদান পায়। তাই আমাদেরকে সার্বিক জীবনে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের অনুসারী হ’তে হবে।
তিনি বলেন, এদেশে তিনটি আক্বীদা বিরাজমান। মুরজিয়া, খারেজী ও আহলেসুন্নাত ওয়াল জামা‘আতের আক্বীদা। আহলেহাদীছ আন্দোলন সর্বদা মধ্যপন্থী তথা আহলেসুন্নাত ওয়াল জামা‘আতের আক্বীদায় বিশ্বাসী। তিনি বলেন, মুসলমান কখনো ছবি-মূর্তি পূজা করতে পারে না। এগুলো থেকে আমাদের ঘর-বাড়ীকে মুক্ত রাখতে হবে।
সদর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আযীমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমান, খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা যেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইয়াকূব আলী প্রমুখ। সম্মেলনে কুরআন তেলাওয়াত করেন হাফেয মুঈনুদ্দীন সরকার এবং জাগরণী পরিবেশন করেন আল-‘আওন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, আল-হেরা শিল্পী গোষ্ঠীর সদস্য ইয়াকূব আলী ও কেরামত আলী। সম্মেলনে সঞ্চালক ছিলেন ‘আন্দোলন’-এর সহকারী সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, শূরা সদস্য তরীকুয্যামান ও গাংনী উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ।
জুম‘আর খুৎবা প্রদান : এদিন সকালে রাজশাহী মারকায থেকে মাইক্রোযোগে এসে আমীরে জামা‘আত মেহেরপুর শহরের শাহজীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এসে জুম‘আর খুৎবা প্রদান করেন। খুৎবায় সমবেত মুছল্লীদেরকে তিনি সমবেতভাবে হাবলুল্লাহকে অাঁকড়ে ধরার আহবান জানান। মুমিন, মুত্তাক্বী ও মুসলিম-এর ব্যাখ্যা দিয়ে বলেন, হাবলুল্লাহ তথা আল্লাহর রজ্জু পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ছেড়ে মানুষ যখনই বিভিন্ন আব্দুল্লাহর পূজারী হয়েছে, তখনই তাদের জীবন অন্ধকারে তলিয়ে গেছে। তিনি সকলকে কুরআনের আলোকিত পথে জমায়েত হওয়ার আহবান জানান।
আল-‘আওন : সম্মেলন স্থলের পাশে স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওন-এর ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। ক্যাম্পিং এ ২৫ জনের ব্লাড গ্রুপিং করা হয় এবং ২৬ জন ডোনর তালিকাভুক্ত হন।