‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ গত ১০ই জুলাই বুধবার বাদ যোহর ফরিদপুর যেলার সালথা থানাধীন ডাঙ্গা কামদিয়া আহলেহাদীছ জামে মসজিদে ও মাদ্রাসা কমপ্লেক্সে, ১২ই জুলাই শুক্রবার বোয়ালমারী থানাধীন শেখর পঞ্চগ্রাম তাওহীদ ট্রাস্ট নির্মিত জামে মসজিদে জুম‘আর খুৎবা, বাদ আছর দূর্গাপুর চরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব শেখর আহলেহাদীছ জামে মসজিদে; ১৩ই জুলাই শনিবার বাদ মাগরিব নড়াইল যেলার কালিয়া থানাধীন বিল ব্যাওচ পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা বিল ব্যাওচ পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে; ১৪ই জুলাই রবিবার বাদ যোহর গোপালগঞ্জ যেলার কোটালীপাড়া থানাধীন চিতোশী আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর কাঠিগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব বহালতলী আহলেহাদীছ জামে মসজিদে; ১৫ই জুলাই সোমবার বাদ যোহর সদর থানাধীন মাঝিগাতি আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর গোবরা চৌধুরী পাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব চাপইলপাড়া আহলেহাদীছ জামে মসজিদে; ১৬ই জুলাই মঙ্গলবার বাদ আছর বাগেরহাট যেলার মোল্লাহাট থানাধীন রাজপাট কোল্লাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা সারুলিয়া দক্ষিণপাড়া আহলেহাদীছ জামে মসজিদে; ১৭ই জুলাই বুধবার বাদ যোহর মোড়েলগঞ্জ থানাধীন সোনাখালী খাদীজাতুল কুরবা জামে মসজিদে, বাদ আছর সোনাখালী আযীযিয়া সিনিয়র মাদ্রাসা মসজিদে, বাদ মাগরিব সোনাখালী উত্তরপাড়া সালাফিইয়াহ জামে মসজিদে; ১৮ই জুলাই বৃহস্পতিবার বাদ মাগরিব উত্তর সারালিয়া (মোড়েলগঞ্জ) আহলেহাদীছ জামে মসজিদে দাওয়াতী সফর করেন। ১৯শে জুলাই শুক্রবার পিরোজপুর যেলার স্বরূপকাঠি থানাধীন সোহাগদল আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। ২০ ও ২১শে জুলাই শনি ও রবিবার বাদ মাগরিব তিনি একই মসজিদে তা‘লীমী বৈঠক করেন।