অনলাইন সেমিনার

১লা মে ২০২১ ইং শুক্রবার : অদ্য বাদ আছর বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, বিশ্ববিদ্যালয় শাখাসমূহের উদ্যোগে সমসাময়িক সামাজিক সমস্যাসমূহ ও যুবকদের করণীয় শীর্ষক এক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল্লাহ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর। সেমিনারে বিষয়ভিত্তিক বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব (বিষয় : হতাশা থেকে মুক্তির উপায়), মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মীযানুর রহমান (বিষয় : চরমপন্থা রোধে যুবকদের করণীয়), ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক আহবায়ক মুহাম্মাদ ফেরদাঊস (বিষয় : সাংস্কৃতিক আগ্রাসন রোধে যুবকদের করণীয়), ঢাকা দক্ষিণ সভাপতি আব্দুল্লাহ আল-মারূফ (বিষয় : শিক্ষার্থীরা অবসর সময়কে কীভাবে কাজে লাগাবে?), মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক আকমাল বিন আফযাল (তরুণদের আত্মকেন্দ্রিকতা : সামাজিকতার প্রতি অনীহার কারণ ও প্রতিকার)। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল্লাহ আল-মুছাদ্দিক।

অনলাইন যুবসমাবেশ

পবিত্র রামাযানুল মুবারক উপলক্ষ্যে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর পক্ষ থেকে দেশব্যাপী ‘পবিত্র রামাযান মাসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। করোনা প্যানডেমিক এবং লকডাউনের কারণে অনলাইনে আয়োজিত এসকল সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবসহ কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ।

রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন যেলার দায়িত্বশীল, কর্মী ও সুধীমন্ডলী জুম এ্যাপসের মাধ্যমে এসকল সমাবেশে অংশগ্রহণ করেন। এসময় দায়িত্বশীল ও কর্মীদেরকে সমাজ সংস্কারের ময়দানে দৃঢ়পদে এগিয়ে চলার জন্য আহবান করা হয় এবং ‘অহির আলোয় উদ্ভাসিত হোক বাংলার প্রতিটি ঘর’ শ্লোগানকে সামনে রেখে প্রতিটি গ্রামে গ্রামে তাওহীদ ও সুন্নাতের দাওয়াত ছড়িয়ে দেয়া ও শিরক-বিদআ‘তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য তাকীদ প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি কর্মীদেরকে ব্যক্তিপূজা পরিহার করে ইখলাছসম্পন্ন, যোগ্য ও প্রকৃত কর্মী হিসাবে গড়ে ওঠার জন্য আহবান জানান এবং জ্ঞানার্জনের মাধ্যমে সমকালীন ফেৎনা থেকে আত্মরক্ষা করা এবং দাঈ ইলাল্লাহ হিসাবে নিজেকে সর্বদা লক্ষ্য ও উদ্দেশ্যের উপর অবিচল রাখার জন্য তাকীদ প্রদান করেন। তিনি যেলা দায়িত্বশীলদের উদ্দেশ্যে সংগঠনকে শক্তিশালী করা, শাখা গঠন করা, যোগ্য কর্মী তৈরী করা, হাক্কুল ইবাদ বা সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করার জন্য বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিটি শাখা যদি তৃণমূল থেকে সমাজসংস্কারের দায়িত্ব যথাযথভাবে পালন করে, তবেই এ দেশের পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ তথা বিশুদ্ধ ইসলামের বিপ্লব সাধিত হবে ইনশাআল্লাহ। এজন্য শাখাসমূহকে সক্রিয় করার জন্য তিনি আহবান জানান। সর্বোপরি তিনি কর্মীদেরকে শৈথিল্যবাদ এবং চরমপন্থা পরিহার করে ইসলামের মধ্যপন্থা তথা ছিরাতুল মুস্তাক্বীমের পথে পরিচালিত হওয়ার জন্য আহবান জানান।






আরও
আরও
.