১৯. মাদারটেক, ঢাকা ২৫শে মে ৮ই রামাযান শুক্রবার :
অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা যেলার উদ্যোগে মাদারটেক
আহলেহাদীছ জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির
ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, এন্টিবায়োটিকে সাময়িক উপশম হয়, কিন্তু
স্থায়ী ফল দেয় না। আহলেহাদীছ আন্দোলন স্থায়ী ফল লাভের চেষ্টা করে। অতএব
পরিশুদ্ধিতা ও নিয়মিত সাংগঠনিক পরিচর্যার মাধ্যমে আসুন আমরা পুঁতিগন্ধময়
সমাজ পরিবর্তনে সচেষ্ট হই।
অত্র মসজিদের সভাপতি আলহাজ্জ তমীযুদ্দীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার, ঢাকা যেলা ‘যুবসংঘে’র সভাপতি শফীকুল ইসলাম, অত্র মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, বায়তুল মা‘মূর জামে মসজিদের খতীব মাওলানা শামসুর রহমান, মিছবাহুল উলূম কামিল মাদরাসার প্রভাষক মাওলানা এরশাদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসান, অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ, মসজিদ কমিটির সহ-সভাপতি জনাব আলমগীর ফকীর, সেক্রেটারী মুহাম্মাদ ফরীদ মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
জুম‘আর খুৎবা : এদিন মুহতারাম আমীরে জামা‘আত মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। খুৎবায় সমবেত মুছল্লীদের উদ্দেশ্যে তিনি পবিত্র রামাযান মাসে সর্বাধিক তাক্বওয়া অবলম্বনের উপদেশ দিয়ে বলেন, ছহীহ আক্বীদা, ছহীহ তরীকা ও পূর্ণ ইখলাছ ব্যতীত কোন সৎকর্ম কবুল হয় না। অতএব সার্বিক জীবনে রামাযানে পালিত তাক্বওয়ার প্রশিক্ষণ বাস্তবায়ন করা আবশ্যক।