আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী :

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালের দাখিল পরীক্ষায় এ বছর সাধারণ বিভাগ থেকে ৪১জন ছাত্র ও ২১জন ছাত্রীসহ সর্বমোট ৬২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ২৪জন জিপিএ ৫ (A+) (এর মধ্যে ১জন গোল্ডেন A+), ৩৭জন A ও ১ জন A-গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। মোট ছাত্র ৪১জন। তন্মধ্যে ১০জন জিপিএ ৫ (A+), ৩০জন A গ্রেড ও ১ জন A-গ্রেড পেয়েছে। মোট ছাত্রী ২১জন। তন্মধ্যে ১৪জন জিপিএ ৫ (A+) (এর মধ্যে ১জন গোল্ডেন A+) ও ৭জন A গ্রেড পেয়েছে।

আর বিজ্ঞান বিভাগ থেকে এ বছর ৭জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ২জন জিপিএ ৫ (A+), ৩ জন Aগ্রেড ও ১জন A-গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। অনুত্তীর্ণ হয়েছে ১ জন।

এছাড়াও বিজ্ঞান বিভাগ থেকে ৪জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ৩জন জিপিএ ৫ (A+) ও ১জন A গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা : এ বছর দাখিল পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান থেকে ১৬জন ছাত্র ও ৯জন ছাত্রীসহ ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ৪জন জিপিএ ৫ (A+), ১৮জন A, ১জন A-গ্রেড ও ১জন B গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। অনুত্তীর্ণ হয়েছে ১ জন।






আরও
আরও
.