আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী :

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালের দাখিল পরীক্ষায় এ বছর সাধারণ বিভাগ থেকে ৪১জন ছাত্র ও ২১জন ছাত্রীসহ সর্বমোট ৬২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ২৪জন জিপিএ ৫ (A+) (এর মধ্যে ১জন গোল্ডেন A+), ৩৭জন A ও ১ জন A-গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। মোট ছাত্র ৪১জন। তন্মধ্যে ১০জন জিপিএ ৫ (A+), ৩০জন A গ্রেড ও ১ জন A-গ্রেড পেয়েছে। মোট ছাত্রী ২১জন। তন্মধ্যে ১৪জন জিপিএ ৫ (A+) (এর মধ্যে ১জন গোল্ডেন A+) ও ৭জন A গ্রেড পেয়েছে।

আর বিজ্ঞান বিভাগ থেকে এ বছর ৭জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ২জন জিপিএ ৫ (A+), ৩ জন Aগ্রেড ও ১জন A-গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। অনুত্তীর্ণ হয়েছে ১ জন।

এছাড়াও বিজ্ঞান বিভাগ থেকে ৪জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ৩জন জিপিএ ৫ (A+) ও ১জন A গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা : এ বছর দাখিল পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান থেকে ১৬জন ছাত্র ও ৯জন ছাত্রীসহ ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ৪জন জিপিএ ৫ (A+), ১৮জন A, ১জন A-গ্রেড ও ১জন B গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। অনুত্তীর্ণ হয়েছে ১ জন।






সংগঠন সংবাদ
যেলা কার্যালয় পরিদর্শন ও দায়িত্বশীল বৈঠক
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
প্রবাসী সংবাদ (মাসিক ইজতেমা)
যুবসংঘ (যেলা কর্মপরিষদ প্রশিক্ষণ-২য় পর্ব)
প্রথম ১২ তাকবীরে ঈদের ছালাত আদায়
যেলা সম্মেলন : রংপুর-পশ্চিম (আসুন! সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব করি) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বার্ষিক কর্মী সম্মেলন ২০১৯ (ধর্মীয় অনুশাসন ছাড়া ধর্ষণ-মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়) - -মুহতারাম আমীরে জামা‘আত
মৃত্যু সংবাদ
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর
মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত রাজশাহী বিভাগীয় পর্যায়ের ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)
প্রবাসী সংবাদ (জেদ্দা শাখা পুনর্গঠন)
আরও
আরও
.