রাজশাহী ২১শে সেপ্টেম্বর মঙ্গলবার : অদ্য বেলা পৌনে ১০-টায় মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব রাজশাহী-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা টাইফয়েড জ্বরে দীর্ঘদিন যাবৎ আক্রান্ত জনাব ডা. মুহাম্মাদ মনছূর আলীকে (৬৩) দেখতে ৪২ কি.মি. দূরে বাগমারা উপযেলার তাহেরপুরের উদ্দেশ্যে মারকায থেকে রওয়ানা হন। তিনি, ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক ড. সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব একটি প্রাইভেট কারে এবং রাজশাহী সদর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদা, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, মারকাযের শিক্ষক মুহাম্মাদ শরীফুল ইসলাম, আল-‘আওনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ এবং আইটি সহকারী আবুল বাশার একটি মাইক্রোযোগে তাঁর সফরসঙ্গী হন।

তাহেরপুর : বেলা সোয়া ১১-টায় তিনি তাহেরপুর পৌরসভার দক্ষিণপাড়া আহলেহাদীছ জামে মসজিদে পৌঁছেন। এসময় সেখানে উপস্থিত উপদেষ্টা ডা. মনছূর আলী, উপদেষ্টা আলহাজ্জ আইয়ূব আলী, এলাকা সভাপতি আবুল কালাম শেখ সহ ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র নেতা-কর্মী ও সুধীবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান। অতঃপর এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে উক্ত মসজিদে আয়োজিত সুধী সমাবেশে তিনি বক্তব্য রাখেন। এসময় তিনি ১৯৭৮ সালে ‘যুবসংঘ’ গঠনের শুরুর দিকে তাহেরপুরে তাঁর প্রথম আগমনের ও বিশাল ইসলামী সম্মেলনের স্মৃতিচারণ করেন। অতঃপর সর্বশেষ ২০১৯ সালের ২৩শে অক্টোবর অনুষ্ঠিত স্মরণকালের বৃহত্তম ঐতিহাসিক যেলা সম্মেলনের কথা উল্লেখ করে বলেন, ৩৩২টি গ্রাম সমৃদ্ধ এই বিশাল আহলেহাদীছ অধ্যুষিত অঞ্চলকে কলংকিত করার জন্য ২০০৪-০৫ সালের দিকে এখানে চরমপন্থী জেএমবিদের টর্চার সেল প্রতিষ্ঠা করা হয়েছিল। তারা উল্টা করে টাঙিয়ে মানুষ হত্যা করত। পরে তাদেরকে সেফ করার জন্য আহলেহাদীছের নেতা হিসাবে আমাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়। কিন্তু সেই সন্ত্রাসীদের ও তাদের নেপথ্য নায়কদের আল্লাহ সেফ করেননি। তাদের মর্মান্তিক দুনিয়াবী পরিণতি সবাই দেখেছেন। আখেরাতের যন্ত্রণাদায়ক শাস্তি এখনও বাকী আছে। তিনি বলেন, কেবল তখন থেকেই নয়, বরং ১৯৭৮ সালে জন্মলগ্ন থেকে বিগত ৪৩ বছরে ‘আহলেহাদীছ যুবসংঘে’র বা ‘আন্দোলনে’র কোন সদস্য বা সদস্যাকে সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত করতে কোন সরকারই সক্ষম হয়নি। ফালিল্লাহিল হাম্দ। অতঃপর তিনি এলাকাবাসীকে পূর্ণ তৎপরতার সাথে ‘আহলেহাদীছ আন্দোলন’-এর সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহবান জানান।  

অত্র অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, মাওলানা দুররুল হুদা, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. মুহাম্মাদ আব্দুল হালীম, মুহাম্মাদ শরীফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তাহেরপুর এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি আবুল কালাম শেখ। সুধী সমাবেশ শেষে মুহতারাম আমীরে জামা‘আত ও তাঁর সফরসঙ্গীগণ ডা. মনছূর আলীর বাসায় দুপুরের আতিথেয়তা গ্রহণ করেন।

ভবানীগঞ্জ : দুপুর ৩-টায় আমীরে জামা‘আত তাহেরপুর থেকে ২২.৪ কি.মি. দূরে হাটগাঙ্গোপাড়া বাজার আহলেহাদীছ জামে মসজিদে আয়োজিত সুধী সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে রাজশাহী-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা আলহাজ্জ আইয়ূব আলী সরকারের আমন্ত্রণে তিনি সাড়ে ৯ কি.মি. দূরে ভবানীগঞ্জের হেলিপ্যাড ময়দান সংলগ্ন ‘আন্দোলন’ অফিসে যাত্রা বিরতি করেন। অতঃপর সেখানে আয়োজিত স্বতঃস্ফূর্ত সমাবেশে তিনি ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি বক্তব্য রাখেন। তিনি সেখানে উপস্থিত বিভিন্ন আলিয়া মাদ্রাসার শিক্ষকদের মধ্যে তাঁর লিখিত ‘মাদ্রাসার পাঠ্যবই সমূহের অন্তরালে’ বইটি হাদিয়া হিসাবে বিতরণ করেন।

উল্লেখ্য যে, বাদ আছর হাট গাঙ্গোপাড়া বাজার জামে মসজিদের প্রোগ্রামের জন্য সফরসঙ্গী অন্যান্যগণ আগেই চলে যান। এলাকা সভাপতি আবুল কালামের নেতৃত্বে ১০টি হোন্ডা সহ একদল কর্মী আমীরে জামা‘আতের সাথে রওয়ানা হন। উপদেষ্টা আলহাজ্জ আইয়ূব আলী আমীরে জামা‘আতের একই গাড়ীতে সাথী হন।

মচমইল : ভবানীগঞ্জ থেকে রওয়ানা দিয়ে হাট গাঙ্গোপাড়া যাওয়ার পথে বিকাল সোয়া ৪-টায় তিনি মচমইল বাজারে নির্মাণাধীন আহলেহাদীছ জামে মসজিদে যাত্রা বিরতি করেন। অতঃপর তিনি ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি উপস্থিত মুছল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেন। সেখানে তিনি বলেন, মসজিদ পাকা করার চাইতে ঈমান পাকা করা অধিক যরূরী। তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নেন।  

হাট গাঙ্গোপাড়া : মচমইল থেকে রওয়ানা হয়ে বিকাল সাড়ে পাঁচ-টায় আমীরে জামা‘আত সংগঠন কর্তৃক প্রতিষ্ঠিত হাট গাঙ্গোপাড়া বাজার আহলেহাদীছ জামে মসজিদে পৌঁছেন। অতঃপর প্রথমে ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, অতঃপর আমীরে জামা‘আত মাগরিবের আগ পর্যন্ত প্রত্যেকে ১৫ মিনিট করে ভাষণ দেন। আমীরে জামা‘আত তাঁর ভাষণে বলেন, আমাদের এক পা এই মসজিদে, আর এক পা জান্নাতে। মাঝখানে কুরআন-হাদীছ ভিত্তিক আমল। এই পূঁজি নিয়েই আমাদেরকে ‘আহলেহাদীছ আন্দোলন’ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, বিগত ৪৩ বছরের সাংগঠনিক জীবনে সিলেটের কানাইঘাট থেকে সুন্দরবনের কালাবগী পর্যন্ত প্রায় সাড়ে ১২শ’ মসজিদ প্রতিষ্ঠা ছাড়াও মাদ্রাসা, ওযূখানা, ইয়াতীমখানা, স্বাস্থ্যকেন্দ্র ও ইসলামিক সেন্টার, অগভীর ও গভীর নলকূপ, লবনাক্ত এলাকায় মিঠাপানির পুকুর আল্লাহপাক এই মিসকীনের হাত দিয়ে প্রতিষ্ঠা করিয়ে নিয়েছেন। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকার বর্ষাপাড়া গ্রামেও আমাদের প্রতিষ্ঠিত মোজাইক করা জামে মসজিদ রয়েছে। এছাড়াও গবীবদের মধ্যে ইফতার ও কুরবানী বিতরণ করা হয়েছে। এমনকি গত করোনার মৌসুমেও অক্সিজেন সিলিন্ডার সেবা এবং দক্ষিণের ঘূর্ণিঝড় ‘ইয়াস’ দুর্গত এলাকায় কুরবানী বিতরণ করা হয়েছে। কিন্তু এর বিনিময়ে আমরা কোনদিন দুনিয়া চাইনি। চেয়েছি কেবলই জান্নাত। অতঃপর তিনি কুরআনের আয়াত পাঠ করে বলেন, যদি আমরা ঈমান ও তাক্বওয়ার ভিত্তিতে জীবন গড়ি, তাহ’লে আল্লাহ আমাদের জন্য আসমান ও যমীনের বরকতের দুয়ার সমূহ খুলে দিবেন’ (আ‘রাফ ৭/৯৬)। সবশেষে তিনি উপস্থিত মুছল্লীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মসজিদের খতীব ও যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মাওলানা আহমাদ আলী।

হাট দামনাশ : হাট গাঙ্গোপাড়া বাজার মসজিদে মাগরিবের ছালাত আদায় শেষে আমীরে জামা‘আত হাট দামনাশ বাজার আহলেহাদীছ জামে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানে গিয়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সাবেক ছাত্র ও বর্তমান মোহনপুর সরকারী উচ্চবিদ্যালয়ের শিক্ষক স্থানীয় মুহাম্মাদ আতাউর রহমানের বাড়ীতে অবস্থান করেন। অতঃপর রাত সাড়ে ৭-টার দিকে তিনি মসজিদে পৌঁছেন ও সমবেত মুছল্লীদের উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের চাইতে নৈতিক উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নারী ও পুরুষ কখনো এক নয়। তাই আমরা তথাকথিত লিঙ্গ সমতায় বিশ্বাসী নই। আমাদের নারী-পুরুষ কুরআন-হাদীছ মেনে চলবে। কারু বানোয়াট বিধান মেনে চলবেনা। তিনি বলেন, আহলেহাদীছ আন্দোলন সমাজ সংস্কারের আন্দোলন। সংস্কারকদের সাহসী হ’তে হয়। তাই ‘আহলেহাদীছ আন্দোলন’ সাহসী মানুষের আন্দোলন। কোন ভীরু-কাপুরুষের আন্দোলন নয়। সমাজ ক্রমে কুসংস্কারে ছেয়ে যাচ্ছে। তাই বসে থাকার সুযোগ নেই। আহলেহাদীছের সারা জীবনটাই সংগ্রামের। লোকেরা বুলেট মেরে আপনার বুক ঝাঁঝরা করে দিতে পারে, কিন্তু আপনার ঈমানকে ছিনিয়ে নিতে পারবেনা। আহলেহাদীছরা কুরআন-হাদীছ ছাড়া কোন কিছুই মানে না। তারা জান্নাত ছাড়া কিছুই চায় না।

উল্লেখ্য যে, বাহরায়েন প্রবাসী বর্তমানে ঢাকার গুলশান নিবাসী পাবনার জনাব ইঞ্জিনিয়ার শাহজাহান ছাহেবের সৌজন্যে মসজিদটি ২০১৮ সালে বড় আকারে নতুনভাবে নির্মিত হয়। আমীরে জামা‘আত তাঁর জন্য এবং স্থানীয় সহযোগীদের জন্য বিশেষভাবে দো‘আ করেন। ভাষণ শেষে আমীরে জামা‘আত সমাবেশে উপস্থিত বিভিন্ন আলিয়া মাদ্রাসার শিক্ষকদের মধ্যে তাঁর লিখিত ‘মাদ্রাসার পাঠ্যবই সমূহের অন্তরালে’ বইটি হাদিয়া হিসাবে বিতরণ করেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অত্র মসজিদের খতীব ও নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আফযাল হোসাইন।

এশার ছালাত শেষে আমীরে জামা‘আত ও তাঁর সফরসঙ্গীদের জনাব আতাউর রহমান তার বাড়ীতে আপ্যায়ন করেন। অতঃপর রাত পৌনে ১০-টায় রওয়ানা হয়ে পৌনে ১১-টায় তিনি ও তাঁর সফরসঙ্গীগণ রাজশাহী মারকাযে ফিরে আসেন।

দিনব্যাপী এই সফরে যেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার এস.এম. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মাদ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমূদ, ‘যুবসংঘ’-এর সভাপতি বুলবুল আহমাদ, সাধারণ সম্পাদক মীযানুর রহমান, ‘সোনামণি’র পরিচালক খায়রুল ইসলাম, নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম সহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীল, কর্মী ও সুধীবৃন্দ। সফরের প্রতিটি ক্ষেত্রেই ছিল উপচে পড়া ভীড় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ফালিল্লাহিল হাম্দ।

উল্লেখ্য যে, ২০১৪ সালের ১৪ই জুলাই মোতাবেক ১৫ই রামাযান সোমবার প্রথম ডা. মনছূর আলীর জামাতার মৃত্যুতে আমীরে জামা‘আত তাহেরপুরে তার বাড়ীতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তিনি হাট গাঙ্গোপাড়া বাজার মসজিদ ও কেশরহাট বাজার মসজিদে সফর করেন ও মুছল্লীদের সামনে বক্তব্য পেশ করেন।






আরও
আরও
.