নওদাপাড়া, রাজশাহী ৩রা নভেম্বর বুধবার : অদ্য সকাল ১০-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর উদ্যোগে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
লিখিত নবীদের কাহিনী-১ ও নবীদের কাহিনী-২ গ্রন্থদ্বয়ের উপর গ্রন্থপাঠ
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৬ষ্ঠ শ্রেণীর জন্য ‘নবীদের
কাহিনী-১’ এবং ৭ম শ্রেণীর জন্য ‘নবীদের কাহিনী-২’ গ্রন্থ দু’টি নির্ধারণ
করা হয়। এতে উভয় শ্রেণীর ১৫০ জন ছাত্র অংশগ্রহণ করে। এমসিকিউ পদ্ধতিতে
অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় ৬ষ্ঠ শ্রেণীর গ্রুপে ১ম স্থান অধিকার করে
আব্দুল্লাহ আল-নো‘মান (৬ষ্ঠ-খ), ২য় স্থান অধিকার করে নিয়ায মাহমূদ (৬ষ্ঠ-ক)
এবং ৩য় স্থান অধিকার করে মফীযুল ইসলাম (৬ষ্ঠ-ক)। আর ৭ম শ্রেণীর গ্রুপে ১ম
স্থান অধিকার করে মুছাদ্দেক হোসাইন, ২য় স্থান অধিকার করে ইবাদুল্লাহ এবং ৩য়
স্থান অধিকার করে ফায়ছাল।
অতঃপর ৪ঠা নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০-টায় মাদ্রাসার পূর্ব পার্শ্বস্থ ভবনের ২য় তলার হল রুমে উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মারকাযের ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ও মারকায পরিচালনা কমিটির সদস্য ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মারকাযের শিক্ষক শামসুল আলম, ড. আব্দুল হালীম এবং ফায়ছাল আহমাদ। বিজয়ী প্রত্যেককে ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’ প্রকাশিত বই পুরস্কার দেওয়া হয়। এছাড়া উভয় গ্রুপের আরো ১৫ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।