ইচ্ছাকৃতভাবে
জুম‘আর ছালাত ছেড়ে দিলে ৬ মাসের জেল ও ২৩,৫০০ টাকা জরিমানা গুনতে হবে।
সম্প্রতি এ আইনটি পাশ করেছে মালয়েশিয়ার অঙ্গরাজ্য
তারাঙ্গানুনু।তারাঙ্গানুনের এসেম্বলিতে শরী‘আত বিধি অনুযায়ী আইনটি পাস হয়।
রিপোর্টে বলা হয়, শরী‘আ ক্রিমিনাল আইনের ভিত্তিতে ১৯ এবং ৫৩ ধারায় রয়েছে,
রামাযান মাসে পবিত্রতা রক্ষা, নারীদের উত্যক্ত করা ও ইচ্ছাকৃত ছালাত ছেড়ে
দেওয়ার কারণে শাস্তি ও জরিমানা গুনতে হবে। এসব অপরাধে সর্বোচ্চ দু’বছরের
জেল ও তিন রিঙ্গিত জরিমানা আদায় করতে হবে। উল্লেখ্য, মালয়েশিয়াতে শরী‘আ আইন
বাস্তবায়নে কড়াকড়ি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
[ধন্যবাদ অঙ্গরাজ্যের সরকারকে। ৫১ শতাংশ মুসলমানের দেশে যদি এটা সম্ভব হয়, তাহ’লে ৯২ শতাংশ মুসলমানের বাংলাদেশে কেন এটা সম্ভব হয় না? জওয়াব আল্লাহর কাছে দিতেই হবে নেতাদের। অতএব মৃত্যুর আগেই সাবধান হৌন! (স.স)]