ইসলামে উদারপন্থী বা অনুদারপন্থী বলে কিছু নেই, ইসলাম একটাই। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সম্প্রতি একথা বলেন। তিনি বলেন, ‘উদারপন্থী’ ইসলাম আর ‘অনুদারপন্থী’ ইসলাম মূল ইসলামকে দুর্বল করার জন্য পশ্চিমাদের সৃষ্টি করা একটি ধারণা। তিনি কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন তা ইঙ্গিতে বুঝিয়ে দিলেও কারো নাম উল্লেখ করেননি।