পবিত্র কুরআনের হিফয সম্পন্ন করায় তুরস্কের ২৯০ তরুণ-তরুণীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। গত ৬ই নভেম্বর তুরস্কের ধর্মবিষয়ক অধিদফতরের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে হাফেযদের মধ্যে সনদপত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় তারা সবার কাছে নিজেদের জন্য দো‘আ কামনা করেন।

গত আগস্টে তুরস্কের ধর্মবিষয়ক অধিদফতর থেকে জানানো হয়, ২০২১ সালের সামার সেশনে কুরআন হিফয পর্বে দেশটির ২০ লাখ তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। অতঃপর গত ৫ই জুন থেকে ছয় সপ্তাহব্যাপী তুরস্কের ৬১ হাযার মসজিদে হিফযের পাঠদান অনুষ্ঠিত হয়। পুরো তুরস্কে এ ধরনের কার্যক্রম পরিচালনায় ১৩ হাযার কেন্দ্র আছে।






আরও
আরও
.