২১শে ফেব্রুয়ারী না ৮ই ফাল্গুন?

-মাক্বছূদ আলী মুহাম্মাদী

ইটাগাছা (পশ্চিম), সাতক্ষীরা।

জীবনে একটি আশা মা ও মাতৃভাষা

সর্বোপরি করিব সম্মান,

যত বাঁধা আসে দলিব নিমিষে

দিতে হ’লে দিব জান কুরবান।

মায়ের মুখের কথা মোর হৃদয়ে গাঁথা

শৈশবে শিখেছি অাঁধো অাঁধো বোল,

তাই জন্ম থেকে মৃত্যু মায়ের ভাষাই সত্য

মনের ভাব প্রকাশে ইহাই সম্বল।

আমরা বাঙ্গালী বাংলায় কথা বলি

বাংলাতেই করি মনের ভাব প্রকাশ,

হাটে-মাঠে-ঘাটে বিদ্যালয়ে, আদালত তটে

সর্বত্র করিব বাংলা ভাষাকেই বিকাশ।

সালাম, বরকত, রফীক

মাতৃভাষাকে রাখিতে সঠিক

পীচ ঢালা রাজপথ করিল খুনে রঞ্জিত,

আরো নাম না জানা স্মরণাতীত কত জনা

তাঁদের তাজা রক্তে সারা বাংলা প্রলেপিত।

তাঁদের রক্তকণা বৃথা যেতে দিব না

বাংলার বুকে বাংলাকে রাখিব রাষ্ট্রভাষা,

অলিতে গলিতে সাল গণনাতে

ভিন্ন ভাষা করিব ত্যাগ, ইহাই প্রত্যাশা।

ভাষা আন্দোলন ‘বাংলা তারিখে’ রাখিব স্মরণ

কেন বলিব একুশে ফেব্রুয়ারী?

বলিতে শরম পায় আজও ভিন্ন ভাষায়

ভাষা আন্দোলন স্মরণ করি।

কেন স্মরিব ভিন্ন ভাষে কেন বলিব ’৫২-র একুশে?

বাংলায় কি নাই সন, তারিখ গণনা?

কেন বলি না ‘৮ই ফাল্গুন’ দীপ্ত কণ্ঠে আমরা দ্বিগুণ

১৩৫৯ বঙ্গাব্দের ভাষা আন্দোলনের সূচনা?

সেই দিন সমুন্নত হবে বাংলা ভাষা বিশ্বের বুকে

স্মরিব যেদিন ’৫৯-এর ৮ই ফাল্গুন,

২১শে ফেব্রুয়ারী পরিহার করি

সেদিনই স্বার্থক হবে ‘ভাষা আন্দোলন’।

***

ভোর বিহানে

-আতিয়ার রহমান

মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।

ভোর বিহানে শয্যা ত্যাগী

আযান শুনি মসজিদে,

কেউ কি পারে থাকতে শুয়ে

সুখ শয্যায় ঘাপটি দে?

মুমিনগণকে ডাক দে বলে

আর নয় ঘুম ওঠরে ওঠ,

অযূ সেরে ত্বরা করে

মসজিদ পানে ছোটরে ছোট।

নয় তো এ ডাক মুয়াযযিনের

পাক এলাহীর আহবান,

তাই তো আমি যাই ছুটে যাই

রয় না ঘরে আমার প্রাণ।

আমরা গোলাম বিনয় ভরে

তাঁর ইবাদত করব তাই,

তাঁরই ধ্যানে মনের টানে

শয্যা ত্যাগী সেথায় যাই।

এক কাতারে দাঁড়িয়ে পরে

লুটিয়ে পড়ি সেজদাতে,

মন দুয়ারের কপাট খুলে

যাই যে আল্লাহর সাক্ষাতে।

লক্ষ্য মোদের সাক্ষ্য আল্লাহ

ডাকি তোমায় প্রাণ ভরে,

তোমার কাছেই সব কিছু চাই

বক্ষ ভাসাই চোখ নীরে।

***

ঐক্য গড়ার ফরমুলা

-আতাউর রহমান

বাঘেরহাট, ঘোড়াঘাট, দিনাজপুর।

মুসলিম বিশ্বের একই দাবী

ঐক্য তারা চায়

ঐক্য ছাড়া এই দুনিয়ায়

বাঁচার উপায় নাই।

তাক্বলীদ, বিদ‘আত, মাযহাবেরে

করি এবার চুর

কুরআন ও ছহীহ হাদীছ মেনে নেয়ার

সবাই তুলি সুর।

ইজতিহাদের গাড়িটিকে

হাকিয়ে নিয়ে ভাই

রায় ক্বিয়াসের আবর্জনা

মুছে দিয়ে যাই।

ঐক্য গড়ার ফরমুলা এই

কর না আর হেলা

নইলে মোদের অাঁধার কেটে

উঠবে নাকো বেলা।

***






আরও
আরও
.