বুলেট বোমায় মারে নিষ্পাপ শিশু
কুচক্রী ইহুদীরা সব খুন পিপাসু।
দানবীয় হুঙ্কার ইহুদীর কামানে
রক্তের নদী বয়ে যায় ফিলিস্তীন যমীনে।
মানবতা লুণ্ঠিত আজ গাযা সিটিতে
অবলার মস্তক লুটে গাযার মাটিতে।
আদরের বোন কাঁদে ভাই হারানোর শোকে
পাগলিনী মা কাঁদে, যাদু ফিরে আয় বুকে।
ছিন্নভিন্ন দেহ নিরস্ত্র তরুণের
মুমূর্ষু নর-নারী অপেক্ষায় মরণের।
মনে উৎকণ্ঠা অনাথিনী কিশোরীর
আকাঙ্খা নিঃশেষ বিধবা তরুণীর।
বিছানায় শহীদ হয় অথর্ব বৃদ্ধ
বিশ্ববিবেক কেন তুমি মূঢ় স্তব্ধ।
বাঁচবার আকুতি অসহায় মানুষের
হৃদয় গলে না নেতানিয়াহু খবীছের।
ইহুদীর হৃদয় বিষে ভরা কালনাগিনী
শান্তির পতাকায় ঢালে বিষ অগ্নি।
ইহুদীরা চেঙ্গিসের রূহানী চামুন্ডা
তাইতো বিশ্বে পুড়ে শান্তির ঝান্ডা।
ইহুদীরা পরগাছা আজ মধ্যপ্রাচ্যে
ভূমিহীন দখলদার ওরা ধরাপৃষ্ঠে।
ইহুদীরা দয়াময় আল্লাহর শত্রু
সম্ভ্রমহীন ওরা নাই কোন আব্রু।
মানবতার ক্যান্সার ইহুদীরা জগতে
নিরাময় নাই কোন চিকিৎসা সেবাতে।
বিপর্যয় ঘটিয়ে সভ্য সমাজে
ইহুদীরা পরিণত ইয়াজূজ-মাজূজে।
ইহুদীরা উদ্ধত বর্বর উগ্র
আরশ হ’তে পরোয়ানা জারী হবে শীঘ্র।
ইহুদীরা নরপশু মানুষের আকারে
লাঞ্ছিত হবে ওরা সর্বত্র ধরাতে।
-মুহাম্মাদ দুররুল হুদা, বিনোদপুর, রাজশাহী।