এসেছি তোমার ধরাতে প্রভু

ভিক্ষা পেয়েছি প্রাণ,

পেয়েছি করুণা সাগর সম

তবুও নাফরমান!

আমি আশরাফ নহি আতরাফ

সৃষ্টির সেরা দান।

শত আদরে রেখেছ জড়িয়ে,

দিয়েছ অশেষ সম্মান।

ক্ষণিকের এই ধরাতে প্রভু

আমি এক মেহমান,

মায়ায় পড়েছি তোমার সৃষ্টির

ভুলেছি স্রষ্টা তুমি যে মহান!

যদি ভুলে যাই বিধান তব ভুল করি শতবার

ভুলো না আমায় হে রহমান!

অপরাধী যেন না হই আমি

ক্ষমা করো আমাকে হে মেহেরবান।

দিয়ো না সে বোঝা বইতে না পারি

সইতে না পারি কঠোর আযাব,

পাপের কারণে দিয়ো না শাস্তি

 মেরো না আমায় দিয়ে গযব।

ক্ষমা করো প্রভু করো গো দয়া

তুমি যে রহীম ও রহমান,

পরকালে আমায় দিয়ো গো জান্নাত

জাহান্নাম হ’তে দিয়ো পরিত্রাণ।






আরও
আরও
.