হায়রে বর্ষবরণ! বিজাতিদের অনুসরণ

চলছে বিশ্বে আজ

তুমি ইসলাম ফেলে, বিবেক হারালে

এটা কেমন কাজ!

আজ এই ধরা, শিরক বিদ‘আতে ভরা

চলছে অন্যায় পাপ

আখেরাতে সবে, পুড়ে ভস্ম হবে

পাবে জাহান্নামের তাপ।

নতুন বছর নাকি, হবে না কোন ফাঁকি

ভরসা তাদের এই

আল্লাহ সবার রব, পূরাণ চাহিদা সব

আস্থা তাঁর উপর নেই।

পান্তা ইলিশ খাওয়া, অজ্ঞতায় ডুবে যাওয়া

হায়রে মূর্খ সমাজ!

এই বর্ষবরণ, মুমিনের ঈমান হরণ

দ্বীনকে ভুলেছে আজ।

নববর্ষ শুভ হবে, সম্প্রীতি বজায় রবে

কি ভাবনাই না চলে

সইতে পারি না মোরা, ধরব না পতনের ধ্বজা

হৃদে রক্তক্ষরণ চলে।

রমনার বটমূলে, পাপাচার চলে

চলে অশ্লীলতা বেহায়াপনা

অর্ধনগ্ন পুরুষ-নারী, ছবি তুলি ফেসবুক ছাড়ি

নেই কারো অজানা।

পশুর মুখোশ পরে, মঙ্গল শোভাযাত্রা করে

করে রঙ্গিন অনুষ্ঠান

এর দ্বারা হবে কি কিছু? হবে শুধুই

পাপাচার শিক্ষাদান।

আমার বাংলা আবার, সুনাম পাবার তরে

ইলিশ পাঠায় দেশে দেশে

দেশের মানুষ অনাহারে, গরীবে পায় না খাবার

ক্ষুধার্ত থাকে অবশেষে।

অথচ কত অপচয় দেখি, অশ্রুজলে ভাসি

কি এসব নোংরামি,

চল হাতে হাত ধরে, কাউকে না ডরে

দ্বীনী সমাজ ফিরিয়ে আনি।

দেশে দেশে তবে, বিদায় নিবে সবে

অনাচার থাকবে না আর

জাগবে মুসলিম জাতি, হবে বেদ্বীনের দুর্গতি

ইসলামী সভ্যতা ফিরবে আবার।

ওগো দয়াময়! করি তোমাকে ভয়

শুনিও এ অধমের ফরিয়াদ

বর্ষবরণ বিদায় হোক, দ্বীন-ইসলাম টিকে থাক

সকল অনাচার হোক বরবাদ!!

-মুহাম্মাদ মুবাশ্বিরুল ইসলাম

নওদাপাড়া, রাজশাহী।






আরও
আরও
.