আমি অরণ্যে খুঁজি

আমি খুঁজি মহাকাশে,

তন্নতন্ন করে খুঁজি

খুঁজি তোমায় দক্ষিণা বাতাসে।

খুঁজে ফিরি ঐ গোধূলিতে

সন্ধ্যার নীলিমায়,

খুঁজি আমি দিক হ’তে দিগন্তে

হারিয়েছি কোন অজানায়।

রাতের আঁধারে খঁুজি

নক্ষত্র ও শুকতারায়,

খুঁজে ফিরি ভোরের আলোয়

যেথায় চঁাদটি হারায়।

আমি খুঁজি প্রভাতের ঐ

পাখিদের গানে গানে,

খুঁজি তোমায় সাগর-নদীর

ঢেউয়ের কলতানে।

খুঁজি তোমায় পাহাড়ী ঝর্ণার মাঝে

নীড়হারা পাখিদের নীড়ে,

খুঁজি তোমায় ঐ আকাশ পানে

ঢেকে যায় যখন রঙিন চাদরে।

কোলাহলে খুঁজি, খুঁজি কল্লোলে

শীত-গ্রীষ্ম, বসন্ত হিল্লোলে

খুঁজি ঐ বর্ষার বাদলে।

খুঁজি আমি নিঃসঙ্গতায়,

নিগ্রহ আর অবহেলায়,

তোমায় খুঁজি দিগ্বিদিক

বেলা অবেলায়।

আমি মৌনতায় খুঁজি

খুঁজি তোমায় মুগ্ধতায়,

আমি বিষণ্ণতায় খুঁজি ব্যাকুল হয়ে

খুঁজি মাগো শুধু তোমায়।

-মুহাম্মাদ তরীকুল ইসলাম

এম.এ (অধ্যয়নরত), ঢাকা কলেজ, ঢাকা।






আরও
আরও
.