ইয়ামনে
বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। খাদের কিনারে পৌঁছে
গেছে গৃহযুদ্ধকবলিত দেশটি। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন ব্যাপক মানবিক
সাহায্য এবং ত্রাণ তৎপরতা।
দুই বছর আগে যখন ইয়ামন সরকারের সঙ্গে শী‘আ হাওছী বিদ্রোহীদের লড়াই শুরু হয়, তখনই মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র দেশ ছিল ইয়ামেন। এই দুই বছরের গৃহযুদ্ধে পরিস্থিতি আরও শোচনীয় হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, দুর্ভিক্ষের কিনারে পৌঁছে গেছে ইয়ামণ। দেশটির আড়াই কোটি জনসংখ্যার মধ্যে ১ কোটি ৯০ লাখ লোকেরই যরূরী সাহায্য প্রয়োজন। ২০ লাখ শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। জাতিসংঘ পরিস্থিতির উন্নয়নে ২০০ কোটি ডলারের বেশি অর্থ সাহায্য চেয়েছে। যদিও তা প্রয়োজনের মাত্র ১৫ শতাংশ। সেভ দ্য চিলড্রেনের ক্যারোলিন অ্যানিং বলেন, ইয়ামনের সংঘাত সবাই যেন ভুলে গেছে। ইরাক এবং সিরিয়া নিয়ে মাতামাতির কারণে কেউ দেশটির দুরবস্থার দিকে তাকাচ্ছে না।