ইসলামী সম্মেলন

সোনাপুর, মহাদেবপুর, নওগাঁ ২৮শে ডিসেম্বর সোমবার : অদ্য বাদ আছর যেলার মহাদেবপুর থানাধীন সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সোনাপুর এলাকার উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম ও আল-ফুরক্বান ইসলামিক সেন্টার, বাহরাইন-এর দাঈ শরীফুল ইসলাম মাদানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা আফযাল হোসাইন প্রমুখ।

সুধী সমাবেশ

সাতকানিয়া, চট্টগ্রাম ৪ঠা ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ এশা যেলার সাতকানিয়া থানাধীন মনটানা কমিউনিটি সেন্টারে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চট্টগ্রাম যেলার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতকানিয়া উপযেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মাওলানা আলী মুর্তাযার সভাপতিত্বে ও সাতকানিয়ার বিশিষ্ট ব্যবসায়ী তাজ ট্রেডার্স প্রা. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক কাযী মাহমূদুর রহমানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শেখ সা‘দী, ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অলী হাসান ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রামের উপাধ্যক্ষ হাফেয রিয়াযুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’ -এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরজু হোসাইন ছাবিবর।

কর্মী প্রশিক্ষণ

মেকিয়ারকান্দা, ধোবাউড়া, ময়মনসিংহ ১২ই ডিসেম্বর শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার ধোবাউড়া থানাধীন মেকিয়ারকান্দা বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আলী ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ।

মাসিক ইজতেমা

পাতাড়ী, সাপাহার, নওগাঁ, ১৫ই নভেম্বর রবিবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ যেলার সাপাহার থানাধীন পাতাড়ী শাখার উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। পাতাড়ী শাখা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ মেছবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর যেলা সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন, মহাদেবপুর উপযেলা কমিটির প্রচার সম্পাদক মুহাম্মাদ গুলজার রহমান ও জনাব মাহবূবুর রহমান মাদানী প্রমুখ।

জীবননগর, চূয়াডাঙ্গা ২৭শে নভেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চূয়াডাঙ্গা যেলার জীবননগর উপযেলার উদ্যোগে জীবননগর লক্ষীপুর খাঁ পাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। জনাব আনছারুদ্দীন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার মেয়র মুহাম্মাদ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তরীকুয্যামান।

কেশরহাট, মোহনপুর, রাজশাহী ১৫ই ডিসেম্বর মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব যেলার মোহনপুর উপযেলাধীন কেশরহাট  আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ এমদাদুল হক। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।

ছোট বেলাইল, বগুড়া ১লা জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া যেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাসিক ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীন ও নরসিংদী যেলার সদর থানা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ শিহাবুদ্দীন।

বড়গাছী, পবা, রাজশাহী ১লা জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার পবা উপযেলাধীন বড়গাছী বাযার জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পবা উপযেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও আল-হেরা শিল্পী গোষ্ঠীর সদস্য রাকীবুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন পবা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আবুবকর। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ।

গভরপুর, আক্কেলপুর, জয়পুরহাট ৪ঠা জানুয়ারী সোমবার : অদ্য বাদ আছর যেলার আক্কেলপুর উপযেলাধীন গভরপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ আক্কেলপুর উপযেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। আক্কেলপুর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ যিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুছ ছবূর, সাধারণ সম্পাদক আব্দুল মুন‘ঈম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি নাজমুল হক ও ‘সোনামণি’র পরিচালক ফিরোয হোসাইন প্রমুখ।

তাবলীগী সভা

চাদাখার বাঁশতলা, পাবনা ২৫শে ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলা শহরের চাদাখার বাঁশতলা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পাবনা যেলার উদ্যোগে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির সভাপতি মুহাম্মাদ হেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় ব্যবসায়ী জনাব মুহাম্মাদ আব্দুল মুহীত ও মুহাম্মাদ ওবায়দুল্লাহ। উল্লেখ্য যে, এর আগে কেন্দ্রীয় মেহমান যেলার বেড়া উপযেলাধীন মুছ‘আব বিন ওমায়ের জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া ২৬শে ডিসেম্বর শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলার সরাইল থানাধীন নিজ সরাইলস্থ মুহাম্মাদ আল-আমীনের বাড়ীতে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ব্রাহ্মণবাড়িয়া যেলার উদ্যোগে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর আহবায়ক মাওলানা আব্দুল আযীযের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব হাফেয ওমর ফারূক, লোকমান হোসাইন, মুহাম্মাদ আল-আমীন ও আইয়ূব আলী প্রমুখ।

তা‘লীমী বৈঠক

সানাদিয়া, ময়মনসিংহ ৭ই ডিসেম্বর সোমবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন সানাদিয়া আহলেহাদীছ জামে মসজিদে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি মুহাম্মাদ আব্দুল হালীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন সানাদিয়া মাদ্রাসাতুত তাওহীদ আস-সালাফিইয়াহর শিক্ষক হাফেয মুহাম্মাদ আব্দুস সাত্তার ও হাফেয মুহাম্মাদ আলফাযুদ্দীন প্রমুখ।

দাওয়াতী সফর

গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ ১৩ই জানুয়ারী বুধবার : অদ্য বাদ যোহর থেকে এশা পর্যন্ত যেলার গোমস্তাপুর উপযেলার বিভিন্ন এলাকায় তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা অধ্যাপক মুবীনুল ইসলাম।

বাদ যোহর উত্তর রহনপুর আহলেহাদীছ জামে মসজিদে মসজিদের খতীব মাওলানা আব্দুল বাছীরের সভাপতিত্বে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। অতঃপর একই এলাকার ইব্রাহীম খলীল মাস্টারের বাড়ীতে এনায়েতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) ইব্রাহীম খলীল মাস্টারের সভাপতিত্বে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, অত্র বাড়ীতে নিয়মিত সাপ্তাহিক মহিলা তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়।

বাদ আছর ওমরপুর দাঁড়ীপাতা বাঙ্গাবাড়ী আত-তাক্বওয়া জামে মসজিদে ‘আন্দোলন’ বাঙ্গাবাড়ী এলাকার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেখানে সভাপতিত্ব করেন বাঘাটোলা আহলেহাদীছ জামে মসজিদের সভাপতি জনাব আব্দু্ল বারী।

অতঃপর বাদ মাগরিব আলীনগর শিরোটোলা আহলেহাদীছ জামে মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। যেখানে আলীনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব রবীউল আওয়াল সভাপতিত্ব করেন।

তারপর কেন্দ্রীয় মেহমানগণ রহনপুর ডাক বাংলাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে মাসিক ইজতেমায় অংশগ্রহণ করেন। অত্র মসজিদ কমিটির সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ ঈসা মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মাওলানা আবুল হোসাইন, সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ ও গোলাম রববানী বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসাইন।

আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর মজলিসে আমেলা বৈঠকের সিদ্ধান্ত

গত ১০ই ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত মজলিসে আমেলা বৈঠকের (নং ১৪/১৯-২১) ৯নং সিদ্ধান্ত মতে সম্প্রতি সরকারীভাবে দেশব্যাপী মূর্তি ও ভাস্কর্য প্রতিষ্ঠা এবং মাদ্রাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের নির্দেশনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয়। সেই সাথে ইসলাম বিরোধী সকল সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের নিকট জোর দাবী জানানো হয়।

সোনামণি প্রশিক্ষণ


ইটাগাছা
, সাতক্ষীরা ১১ই ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন ইটাগাছা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ আবু তাহের।

সম্মেলন

বানেশ^র, রাজশাহী ২৫শে ডিসেম্বর শুক্রবার : অদ্য সকাল ৯-টায় যেলার পুঠিয়া থানাধীন বানেশ^র বাযার আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি ডা. ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন অত্র মসজিদের খত্বীব মাওলানা জালালুদ্দীন।

কাযীপাড়া, জলঢাকা, নীলফামারী ১৮ই ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার জলঢাকা উপযেলাধীন কাযীপাড়া আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গনে সোনামণি যেলা সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা ওছমান গণী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও মুহাম্মাদ মুঈনুল ইসলাম। সম্মেলন উদ্বোধনী বক্তব্য পেশ করেন যেলা ‘সোনামণি’র পরিচালক আব্দুর রাযযাক। সঞ্চালক ছিলেন ‘সোনামণি’র সহ-পরিচালক আব্দুল আউয়াল। সম্মেলনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি ও অতিথিবৃন্দ। উল্লে­খ্য যে, কুরআন তেলাওয়াত, আযান ও ইসলামী জাগরণী এ ৩টি বিষয়ে প্রতিযোগিতায় মোট ৯ জন বিজয়ীকে বিশেষ পুরস্কার ও অন্যদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

আল-‘আওন বিভাগীয় প্রশিক্ষণ

রংপুর ২৭শে নভেম্বর শুক্রবার : অদ্য সকাল ১১-টায় শহরের মুসলিম পাড়াস্থ শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মাসজিদে ‘আল-‘আওনে’র রংপুর বিভাগীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আল-‘আওনে’র সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক হেলালুদ্দীন। প্রশিক্ষণ প্রদান করেন আল-‘আওনের কেন্দ্রীয় সভাপতি ডা. আব্দুল মতীন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ, সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, অর্থ সম্পাদক আব্দুল্লাহ নাবীল ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন। প্রশিক্ষণে বিভাগের ৭টি সাংগঠনিক যেলার মধ্যে রংপুর, দিনাজপুর-পূর্ব ও পশ্চিম, নীলফামারী, পঞ্চগড় ও গাইবান্ধা যেলার ২৮ জন দায়িত্বশীল অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সহ-সভাপতি মুতীউর রহমান ।

নওদাপাড়া, রাজশাহী ৩রা ও ৪ঠা ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার : অদ্য সন্ধ্যা সাড়ে ৭-টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মিলনায়তনে আল-‘আওনে’র রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। আল-‘আওনের কেন্দ্রীয় সভাপতি ডা. আব্দুল মতীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে উদ্বোধনী ভাষণ প্রদান করেন আল-‘আওনে’র কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ লতীফুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ, সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, অর্থ সম্পাদক আব্দুল্লাহ নাবীল ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন। প্রশিক্ষণে নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চাঁপাই নবাবগঞ্জ, ঝিনাইদহ ও সাতক্ষীরা যেলার ২০ জন দায়িত্বশীল অংশগ্রহণ করেন।






যাবতীয় ভীতি ও বাধাকে পদদলিত করে সামনে এগিয়ে চলুন! (যেলা সম্মেলন : দিনাজপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
‘শিক্ষার মৌলিক লক্ষ্য’ শীর্ষক সেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আল-‘আওন
ধৈর্যের সাথে দাওয়াতী ময়দানে অবিচল থাকুন! (যেলা সম্মেলন : নারায়ণগঞ্জ ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ত্রাণ বিতরণের অন্যান্য রিপোর্ট
অভিভাবক সমাবেশ
আমীরে জামা‘আতের ১ম রাতের ভাষণ
সুধী সমাবেশ
বন্যাত্রাণ বিতরণ
যেলা সম্মেলন : জয়পুরহাট (জীবনের উদ্দেশ্য পূরণে ব্রতী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
সুধী সমাবেশ \ চট্টগ্রাম (ইসলামই জাতির মুক্তির একমাত্র পথ) - -আমীরে জামা‘আত
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
আরও
আরও
.