আলোচনা সভা

মালাজ, রিয়াদ, সঊদী আরব ২রা জুলাই শুক্রবার : অদ্য বাদ জুম‘আ সঊদী আরবের রিয়াদের মালাজে অবস্থিত মুহাম্মাদ বাশীরের বাসায় মাসিক আত-তাহরীক পাঠক ফোরাম, রিয়াদ শাখার উদ্যোগে যিলহজ্জ মাসের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আত-তাহরীক পাঠক ফোরাম, রিয়াদ শাখার সহ-সাধারণ সম্পাদক মীযানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সঊদী আরব শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘আন্দোলন’ সঊদী আরব শাখার দফতর সম্পাদক ও পাঠক ফোরামের প্রচার সম্পাদক মুহাম্মাদ ইমরান মোল্লা। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হারা-দক্ষিণ শাখা ‘আন্দোলন’-এর সভাপতি ও পাঠক ফোরামের সহ-প্রচার সম্পাদক মুহাম্মাদ লিয়াকত হোসাইন।

বিদায় সংবর্ধনা

হারা, রিয়াদ, সঊদী আরব ২৫শে জুন শুক্রবার : অদ্য বাদ জুম‘আ সঊদী আরবের রিয়াদের হারায় অবস্থিত খাইয়াম হোটেলে মাসিক আত-তাহরীক পাঠক ফোরামের উদ্যোগে সঊদী আরবের সাবেক অর্থ সম্পাদক মৃত গোলাম কিবরিয়া ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম আযম খানের বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আত-তাহরীক পাঠক ফোরাম, রিয়াদ শাখার সভাপতি মুহাম্মাদ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’ সঊদী আরব শাখার সভাপতি মাওলানা মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সঊদী আরব শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই। অনুষ্ঠানে বিদায়ী সাধারণ সম্পাদকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মানপত্র পাঠ করেন হারা-উত্তর শাখা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক ও পাঠক ফোরামের উপদেষ্টা কালামুল ইসলাম। অন্যান্যের মধ্যে স্মৃতি চারণমূলক বক্তব্য পেশ করেন হারা-উত্তর শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি ও পাঠক ফোরামের সহ-সভাপতি আলী হায়দার ও সাবেক সাধারণ সম্পাদক মৃত গোলাম কিবরিয়ার জ্যেষ্ঠ পুত্র মুহাম্মাদ রিহাম। সভাপতি ও অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মাসিক আত-তাহরীক পত্রিকার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত আত-তাহরীক পড়ার আহবান জানান। সেই সাথে আত-তাহরীক পাঠক ফোরামকে আরো শক্তিশালী করার এবং এর প্রচার ও প্রসারে এগিয়ে আসার জন্য সকলের প্রতি জোর আবেদন জানান। অনুষ্ঠান শেষে সম্মানিত সভাপতি ও অতিথিবৃন্দ সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম আযম খান ও সাবেক সাধারণ সম্পাদক মৃত গোলাম কিবরিয়ার পুত্রের হাতে ক্রেস্ট ও মূল্যবান উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মাসিক আত-তাহরীক পাঠক ফোরাম, রিয়াদ শাখার সহ-সাধারণ সম্পাদক মীযানুর রহমান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ‘আন্দোলন’ সঊদী আরব শাখার দফতর সম্পাদক ও পাঠক ফোরামের প্রচার সম্পাদক মুহাম্মাদ ইমরান মোল্লা। উল্লেখ্য, জনাব গোলাম কিবরিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩রা মার্চ মৃত্যুবরণ করেন।






সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
জান্নাতের মধ্যস্থলে থাকার স্বপ্ন নিয়ে এগিয়ে চলুন! (আহলেহাদীছ মনযিল : ভিত্তিপ্রস্তর স্থাপন) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
২৮তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
সংগঠন সংবাদ
মারকায সংবাদ (দাখিল পরীক্ষার ফলাফল)
সংগঠন সংবাদ
মাসিক ইজতেমা
কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
সুশৃঙ্খল ও জামা‘আতবদ্ধভাবে আল্লাহর পথে কাজ করুন! (যেলা সম্মেলন : খুলনা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কাশ্মীরী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র নস্যাতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হউন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রশিক্ষণ
সংগঠন সংবাদ
আরও
আরও
.