নওগাঁ ৩০শে অক্টোবর’১৬ রবিবার : অদ্য সকাল ৯-টা হ’তে মাগরিব পর্যন্ত ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে শহরের মুক্তি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব জনগণের প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, মাযহাবী গোঁড়ামী না ছাড়লে কুরআন-সুন্নাহ মেনে চলার দাবী অর্থহীন হবে। একইভাবে সঠিক আক্বীদা বুঝাতে না পারলে দেশকে জঙ্গীবাদ মুক্ত করা সম্ভব হবে না। এজন্য তিনি ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’ পরিবেশিত বই-পুস্তক, পত্রিকা ও বক্তব্য সমূহের অডিও-ভিডিও নিয়মিত শোনার আহবান জানান। তিনি সমাজ সংস্কারের লক্ষ্যে ‘আন্দোলন’ ও যুবসংঘের জামা‘আতবদ্ধ প্রচেষ্টায় সবাইকে শরীক হওয়ার আহবান জানান।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর ও যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম. ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম, মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদ ঢাকার খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, নওগাঁ-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আব্দুল হামীদ, নওগাঁ-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক আফযাল হোসাইন, যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুর রহমান, জয়পুরহাট যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাহফূযুর রহমান, চাঁপাই নবাবগঞ্জ-উত্তর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আবুল হোসাইন প্রমুখ। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইন ও সাধারাণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম।

সম্মেলনে পার্শ্ববর্তী বগুড়া, জয়পুরহাট ও চাঁপাই নবাবগঞ্জ উত্তর ও দক্ষিণ যেলা হ’তে দায়িত্বশীলগণ যোগদান করেন। সম্মেলন শেষে মুহতারাম আমীরে জামা‘আত স্বীয় সফরসঙ্গী ও যেলা দায়িত্বশীলদের নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী জনাব নযরুল ইসলামের আমন্ত্রণে সাড়া দিয়ে শহরের খাস নওগাঁ এলাকায় তার বাসায় গমন করেন এবং সেখানে রাতের আতিথেয়তা গ্রহণ করেন। এ সময়ে তিনি পরিবারের মহিলা সদস্যাদের উদ্দেশ্যে পর্দার অন্তরাল থেকে গুরুত্বপূর্ণ নছীহত পেশ করেন ও তাদের লিখিত প্রশ্ন সমূহের জবাব দেন। অতঃপর রাত ৯-টায় তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা হয়ে রাত ১১-টায় মারকাযে পৌঁছেন। 






আরও
আরও
.