জুমারবাড়ী, সাঘাটা গাইবান্ধা-পূর্ব, ১২ই সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার সাঘাটা থানাধীন জুমারবাড়ী এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে জুমারবাড়ী বাযার আহলেহাদীছ জামে মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। একই দিন সাঘাটা থানাধীন বারকোনা বাযার আহলেহাদীছ জামে মসজিদে বাদ এশা তাবলীগী সভা অনুষ্ঠিত হয়।

ধনারুহা, সাঘাটা, গাইবান্ধা, ১৩ই সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার সাঘাটা থানাধীন ধনারুহা হাফেযিয়া মাদরাসা মসজিদে ধনারুহা এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর যেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম প্রমুখ।

একই দিন সাঘাটা থানাধীন মুক্তিনগর বাযার আহলেহাদীছ জামে মসজিদে বাদ আছর, বাগিচাপাড়া জামে মসজিদে বাদ বাগরিব, সিংড়িয়া জামে মসজিদে বাদ এশা তাবলীগী সভা অনুষ্ঠি হয়।

মান্দুড়া, সাঘাটা, গাইবান্ধা ১৪ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ ফজর যেলার সাঘাটা থানাধীন মান্দুড়া আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর অর্থ-সম্পাদক মুহাম্মাদ রফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম প্রমুখ। একই দিন বাদ জুম‘আ গাইবান্ধা সদর থানাধীন বোয়ালী হাজীপাড়া জামে মসজিদে তাবলীগী সভা অনুষ্ঠিত হয়।

মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা-পশ্চিম ১৪ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার গোবিন্দগঞ্জ থানাধীন মহিমাগঞ্জ রেলওয়ে জামে মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ আওনুল মা‘বূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘যুসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, সহ-সভাপতি মুহাম্মাদ ওবায়দুল্লাহ ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

একই দিন বাদ মাগরিব গোবিন্দগঞ্জ থানাধীন আরজি সাহাপুর (কোচাশহর) জামে মসজিদেও তাবলীগী সভা অনুষ্ঠিত হয়।

ছয়ঘরিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা-পশ্চিম ১৫ই সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ আছর যেলার গোবিন্দগঞ্জ থানাধীন ছয়ঘরিয়া আহলেহাদীছ জামে মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ আওনুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি হাফেয ওবায়দুল্লাহ প্রমুখ। উল্লেখ্য, একই দিন বাদ এশা ছয়ঘরিয়া হাফেযিয়া মাদরাসা মসজিদেও তাবলীগী সভা অনুষ্ঠিত হয়।

মুরাদপুর, নন্দীগ্রাম, বগুড়া ১৭ই সেপ্টেম্বর সোমবার : অদ্য বাদ মাগরিব যেলার নন্দীগ্রাম থানাধীন মুরাদপুর আহলেহাদীছ জামে মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সুধী ইবরাহীম খলীলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

দৌলতপুর বাযার, গাযীপুর সদর ৩০শে সেপ্টেম্বর রবিবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন দৌলতপুর বাযার আহলেহাদীছ জামে মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’-এর প্রাথমিক সদস্য মুহাম্মাদ শাজাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

পিরুজালী, গাযীপুর সদর ১লা অক্টোবর সোমবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন পিরুজালী শিকদার পাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি ডাঃ ফযলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর যেলা সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমান ও ‘যুবসংঘে’র কর্মী শরীফুল ইসলাম প্রমুখ।






সুধী সমাবেশ (ছহীহ তরীকায় জুম‘আর খুৎবা ও ছালাত শুরু)
মাসিক ইজতেমা ও তা‘লীমী বৈঠক (নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া, সৈয়দপুর, নীলফামারী, কলমাকান্দা, নেত্রকোনা )
ছিটমহলের শীতার্ত মানুষের পাশে আমীরে জামা‘আত - -মুহতারাম আমীরে জামা‘আত
বিশুদ্ধ ইসলামের শিক্ষাকেন্দ্র হিসাবে মাদ্রাসাটির ঐতিহ্য রক্ষা করুন! - -আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
আহলেহাদীছ পেশাজীবী ফোরাম
মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত রাজশাহী বিভাগীয় পর্যায়ের ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)
সংগঠন সংবাদ
মহিলা সমাবেশ
মারকায সংবাদ
যুলুম বন্ধ করুন, দেশে শান্তি ফিরিয়ে আনুন! (প্রেস বিজ্ঞপ্তি)
আরও
আরও
.