রাতারাতিই
গরীব থেকে ধনী বনে গেল এক যুবক। আকাশ থেকে নিজ বাড়ির ছাদে পড়া একটি
উল্কাপিন্ড কোটিপতি বানিয়ে দিল তাকে। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। সেখানকার
এক স্থানীয় বাসিন্দা ৩৩ বছর বয়সী জোসুয়া হুটাগালানগু নিজের বাড়িতে কাজ
করছিল। হঠাৎ আকাশ থেকে একটি বস্ত্ত তীব্র গতিতে তার টিনের চালের উপর পড়ে।
এসময় এটি প্রচন্ড গরম ছিল। ফলে এতে ছাদ ফুটো হয়ে ঘরের মেঝের মধ্যে প্রায় ১৫
সেন্টিমিটার ঢুকে যায়। এমন ঘটনায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়েছিলেন জোসুয়া। পরে
জানতে পারেন, বস্ত্তটি অতি বিরল একটি উল্কাপিন্ড। টুকরাটি প্রায় ৪ বিলিয়ন
বছরের পুরোনো। তাই প্রতি গ্রামে এর দাম ধরা হয়েছে ৮৫৭ ডলার। উল্কাপিন্ডটি
তাকে দরিদ্র থেকে সোজা ১০ কোটি ডলারের মালিক বানিয়ে দিয়েছে।