-আমীরুল ইসলাম মাষ্টার
ভায়া লক্ষ্মীপুর, চারঘাট, রাজশাহী।
সৃষ্টির সেরা আমরা মানুষ স্রষ্টারই এ ঘোষণা তাই
মাখলূকাতের সেরা মাখলূক বনু আদম আমরা ভাই।
আসমান-যমীনে যত সম্পদ যত নে‘মত আছে
ক্বিয়ামত তক ব্যবহার আর উপভোগ রহিয়াছে।
বিশ্ব জগত সৃষ্টি যাঁহার তিনিই বিধান দাতা
অমোঘ বিধানে তাঁর আছে যত প্রাণ নোয়াইতে হবে মাথা।
অভেদ আহাদ মানতেই হবে ভেদনীতির নাই কোন পথ
তাঁহার দেয়া ধর্ম ছাড়া নেই কোন আর ধর্মমত।
আল্লাহর দেয়া দ্বীন-ধর্ম যা তারই নাম ইসলাম
সেই ধর্মের যারা ধারক-বাহক তারাই মুসলমান।
আমরা তো সেই মুসলিম জাতি
নেইকো বিভেদ আত্মঘাতী।
এক দলে এক মতে একই আল্লাহর পথে জান করি কুরবান
দুনিয়ার যত ধন-সম্পদ লোভ-লালসায় এ পথ হয় না ম্লান।
লক্ষ্য মোদের নাজাত ও জান্নাত
তাইতো যত বন্দেগী ও ফরিয়াদ।
মান্য করি অহী-র বিধান আখেরী নবীর বাণী
পুত্র-কন্যা, ভাই-বেরাদার অতীব তুচ্ছ জানি।
সম্পদ, সন্তান ভালবাসা মোহ
ক্ষণেক ধরায় ভরে রাখে গৃহ
নেতৃত্ব-কর্তৃত্বের আশা-আকাঙ্ক্ষায় খায়নাকো হিমশিম
লক্ষ্য কেবল এই কাফেলার এক ছিরাতাল মুস্তাক্বীম।
এইতো ক’দিন আগে এক পথে এক সাথে এক মঞ্চে ছিলাম
তবে দুনিয়াদারীর বদ হাওয়ায় কি ছিন্ন ভিন্ন হ’লাম।
আবার এসো আল্লাহর রজ্জু ধরি হাতে-দাঁতে শক্ত করি
দ্বন্দ্ব-বিভেদ হিংসা নিন্দা সব ভুলে যাই আল্লাহকে স্মরি।
যাহা গত তাহা মৃত
রোষানলে আর ঢেলো না ঘৃত
এসো সবে আজ ফিরে চলি মোরা আল্লাহ ও রাসূলের দিকে
যেন রোজ ক্বিয়ামতে ফেরেশতারা সবে জান্নাতী বলে ডাকে।
এসো এসো ভাই সময়তো নাই কখন যাইব গোরে
এ দুনিয়ার খেলায় মাতিলে কেবা উদ্ধারিবে তোরে?
অনেক সময় গিয়াছে চলিয়া
তবুও কাউকে যাইনি ভুলিয়া।
কেবল আল্লাহর তরে ভালবাসা মোদের তাইতো আজো ভুলি নাই
এসো আবার সবাই মোরা এক কাতারে শামিল হই।