দুর্গম পথের কাফেলার সারি
চলেছে রাত-দিন
এ পথে একদা সবাই চলিবে
যাত্রা ক্লান্তিহীন।
শির পরে ঝরে অগ্নি বৃষ্টি
জ্বলন্ত বিয়াবান।
পাবে না কেহ হবে না কারো
এতটুকু পরিত্রাণ।
হিমাদ্রী সম ঢেউয়ের ঝাপটা
অশান্ত পারাবার
শান্তির আশা সবই নিরাশা
আজি এ রুদ্ধ দ্বার।
সহস্র কণ্টক বাঁধা হয়ে রুখে
আসার এ যাত্রা পথ।
পারে না থামাতে হবে যেতে
চলিবে যাত্রা রথ।
চলেছি কেবল অভীষ্ঠ লক্ষ্যে
নির্দিষ্ট ঠিকানায়
পৌঁছাতে হবে থেমে যাবে যবে
একদিন নিরালয়।
পাবো কি শান্তি? দূর করে দিও
অশান্তির পরিবেশ।
কাটিবে কি তবে এ কাফেলা যবে
পৌঁছবে নিজ দেশ।
আতিয়ার রহমান
কলারোয়া, সাতক্ষীরা।