ধরণীর বুকে গর্ব মোদের

মোরা শ্রেষ্ঠ উম্মত,

মোদের দলিত-মথিত করে

আছে কার সে হিম্মত?

প্রভুর সকাশে কৃপার পরশে

দিন করি গুযরান,

বিজয় মাখা উষ্ণ রুধির

ধমনীতে সদা বহমান\

বিভক্তির কারণে ব্যথার আগুনে

চূর্ণিত আজি মনপট,

লুণ্ঠিত মানবতা, সবখানে আবিলতা

হারিয়েছি মোরা হক পথ\

মুসলিম করে ফখর, ইসলাম দিয়ে কবর

ক্ষমতার মসনদে বসি,

আর্তের কান্নায়, রক্তের বন্যায়

উচ্চিত নয় কেন তার অসি?

রক্তে রঞ্জিত রোহিঙ্গার রাজপথ

লাশের পাহাড় আজ গাযাতে,

নিপীড়িত মা-বোন, করে শুধু আলাপন

শান্তি নীড়ের আশাতে।

তুমি মুসলিম হও হুঁশিয়ার

পুলকে পুলকিত তুমি সংসারে,

আশার বাসা ভাঙ্গবে তোমার

মায়াময়া প্রাণের সংহারে।

বিপদে-আপদে সবখানে

সকলে মোরা পরের তরে,

দ্বীনের বিজয়ে জীবন বিলিয়ে

গর্বিত মোরা ধরণী পরে\

শিরক-বিদ‘আতের যষ্টি ছেড়ে

জলদি এসো নবীর পথে,

হক্বের পথে বিপদে-আপদে

আল্লাহ রবেন মোদের সাথে\

ঘরে ঘরে জ্বালাও হকের বাতি

ঈমানের তেল ঢেলে,

দূর কর তাগূতী অমানিশা

অহি-র প্রদীপ জ্বেলে\

ওরে মুসলিম! বিশ্ব কাঁপিয়ে

ছাড় আজ হুঙ্কার,

গগন-পবন মুখরিত হৌক

আল্লাহু আকবার\

আব্দুল্লাহ আল-মা‘রূফ

নওদাপাড়া, রাজশাহী।






আরও
আরও
.