ইউসুফ আল-আযাদ

প্রভাষক, হাবলা-টেঙ্গুরিয়া পাড়া ফাযিল মাদ্রাসা, টাঙ্গাইল।

দিনের শেষে আবার এসেছে রাত

এনেছে ডেকে তিমির অন্ধকার,

সাত সাগরের ফেনায় ফেনিয়া ওঠে

ঐ অতল পারাবার।

তুমি কখন জাগবে ওহে মুওয়ায্যিন

আযান দিবে ঐ মিনারে,

তবেই জাগবে মুসলিম মুজাহিদ

এসে দাঁড়াবে জামা‘আতের কিনারে।

হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে

গড়ে তুলবে বিশাল কাতার,

তুমি যদি না জাগ হে মুওয়ায্যিন

কাটবে নাকো অাঁধার হবে না তো ভোর।

মোদের আমামা নিয়ে কে বাঁধিছে

তুমি সন্ধান নাও তার

প্রবঞ্চকের খোলসে চলিছে যালিম অত্যাচারী

অবসর তাকে দিয়ো না কো পালাবার।

তুমি কি শোন না মযলূমের আর্তধ্বনি

মার খেয়ে আসিছে নিঃসাড় হয়ে

ওহে মুসলিম! মুজাহিদ ঘুমিয়ো না আর

সময় যাচ্ছে ঐ বয়ে।

তুমি কি শোন না ওহে অসহায়ের আর্তনাদ

এই প্রান্তরে আবার ওঠেছে ফুটি

জাগ মুওয়ায্যিন জেগে ওঠো ফের

জাগতেই হবে সকল বাঁধা টুটি।






আরও
আরও
.