গাজার ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো বন্ধ করে দিচ্ছে মিসর

মিসর সরকার দেশটি থেকে অবরুদ্ধ গাজা উপত্যকা অভিমুখী ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো বন্ধ করে দেয়ার পদক্ষেপ জোরদার করেছে। এসব টানেল দিয়ে নিজেদের প্রাত্যহিক চাহিদা মেটায় গাজাবাসী। ২০১১ সালের গণবিপ্লবের পর মোহাম্মাদ মুরসির নেতৃত্বে ইসলামপন্থী সরকার ক্ষমতায় আসার পর গাজাবাসী মনে করেছিল, তাদের ওপর আরোপিত অবরোধের যুগ হয়তো শেষ হতে চলেছে। গাজাবাসীর আশা ছিল, তাদেরকে আর ভূগর্ভস্থ টানেল নয়, বরং মিসরের সঙ্গে রাফাহ ক্রসিং দিয়েই তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আমদানি করতে পারবে। কিন্তু বাস্তবে তা হয়নি। উপরন্তু এবার মুবারক সরকারের মতো মুরসি সরকারও এসব টানেল বন্ধ করে দেয়ার উদ্যোগ নিয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, টানেল বন্ধ করে দেয়ার ফলে অবরুদ্ধ গাজায় তেল ও সিমেন্টের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে।

[জি! আমেরিকার বিশ্বস্ত মুরসি তার বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন এবং বিশ্বের বৃহত্তম কারাগার গাজাবাসীর সর্বনিম্ন সুযোগটুকুও বন্ধ করে দিয়েছেন। লিবারেল মোবারকের চাইতে ইসলামপন্থী মুরসি ইসলাম ও মুসলিমের স্বার্থের বিরুদ্ধে আরেক কাটা বেশী হবেন, এ ভবিষ্যদ্বাণী আমরা মুরসি ক্ষমতায় আসার পর আগস্ট’১২ ‘দিশারী’ কলামে করেছিলাম (স.স.)]

মিসরে সেনা ক্যু : প্রেসিডেন্ট মুরসির বিদায়

মিসরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে দিয়েছে সেদেশের প্রভাবশালী সেনাবাহিনী। একই সঙ্গে দেশের সংবিধান স্থগিত করে প্রধান বিচারপতি আদলি মানছূরকে প্রেসিডেন্ট এবং মোবারক সরকারের সাবেক অর্থমন্ত্রী হাযেম আল-বেবলায়ীকে প্রধানমন্ত্রী, এবং এল বারাদীকে ভাইস প্রেসিডেন্ট করে অন্তর্বর্তী সরকার গঠনের চেষ্টা চলছে। আর মুরসি সহ ব্রাদারহুডের উর্ধ্বতন কিছু নেতাকে অজ্ঞাত স্থানে বন্দী রাখা হয়েছে এবং আরো ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া আগামী বছরের জানুয়ারীতে পার্লামেন্ট নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নতুন প্রেসিডেন্ট আদলি মানছূর।

উল্লেখ্য, গত ৬০ বছর কার্যত সেনাবাহিনীই মিসর শাসন করেছে। ২০১১ সালে তাহরীর স্কয়ারে বিশ্ব কাঁপানো এক বিপ্লবে পতন ঘটে সেনাশাসক হোসনী মোবারকের এবং ক্ষমতায় আরোহণ করেন প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি। অতঃপর ঠিক এক বছরের মাথায় নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করায় সেনাবাহিনীর পক্ষে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছে মিসরের জনগণ। এদিকে ঘটনার পর মুরসির দল মুসলিম ব্রাদারহুড এই অভ্যুত্থানের বিরুদ্ধে মাঠে নেমে এসেছে এবং সেনাবাহিনীর সাথে সংঘর্ষে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে।

[ইসলামের লেবাস পরে গণতন্ত্রী সাজতে গিয়ে মুরসি ও তার দল একূল-ওকূল দু’কূল হারালো। মর্কিন আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এলেও তাদের পূর্ণ সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হওযায় তাদেরই পোষ্য সেনাবাহিনী ও বিরোধী দলীয় নেতাদের মাধ্যমে মুরসিকে সুকৌশলে বিদায় করা হ’ল। অথচ গণতান্ত্রিক বিশ্ব নীরব। ইসলামপন্থীরা শিক্ষা গ্রহণ করবেন কি? (স.স.)]

গ্যাস মজুদের দিক থেকে ইরান বিশ্বে এক নম্বর

ইরানেই বিশ্বের সবচেয়ে বেশী গ্যাসের মজুদ রয়েছে। ব্রিটেনের সবচেয়ে বড় জ্বালানি কোম্পানি বিপি তার এক রিপোর্টে এ কথা ঘোষণা করেছে। বিপি’র এ রিপোর্টের মাধ্যমে দীর্ঘদিনের গ্যাস জায়ান্ট রাশিয়াকে পেছনে ফেলে গ্যাস-সমৃদ্ধ এক নম্বর দেশে পরিণত হলো ইরান। বিপি’র রিপোর্ট অনুযায়ী, ইরানে সর্বোচ্চ ৩৩.৬ ট্রিলিয়ন ঘন মিটার গ্যাসের মজুদ রয়েছে। আর রাশিয়াতে রয়েছে ৩২.৯ ট্রিলিয়ন ঘন মিটার গ্যাসের মজুদ। গত বছর রাশিয়ার মজুদের পরিমাণ বলা হয়েছিল ৪৪.৬ ট্রিলিয়ন ঘন মিটার। বিপি’র রিপোর্ট অনুযায়ী, ২০১২ সালের শেষ নাগাদ বিশ্বে গ্যাসের মোট মজুদ রয়েছে ১৮৭.৩ ট্রিলিয়ন। বিপি’র নতুন হিসাব মতে, ইরান ও ইরাকের তেল মজুদের পরিমাণও কয়েক বিলিয়ন ব্যারেল বেড়েছে।

বিজ্ঞান ও বিস্ময়

দেশীয় প্রযুক্তিতে তৈরী হ’ল কম্বাইন্ড হারভেস্টার

একসঙ্গে ধানকাটা, মাড়াই, ঝাড়া ও বস্তাবন্দী করার যন্ত্র তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ীর কৃষক আনোয়ার হোসেন (৫০)। যন্ত্রটি দিয়ে এ বছর দিনাজপুরের কয়েকটি এলাকায় বোরো ধান কেটে ঘরেও তুলেছেন কৃষকেরা। যন্ত্রটি ‘কম্বাইন্ড হারভেস্টার’ নামে পরিচিত। এতে ধান কাটায় প্রচলিত পদ্ধতির তুলনায় সময় ও খরচ অনেক কম লাগে। আর মাঠে-ঘাটে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে অনেক ধানের অপচয়ও হয় না।

কৃষক যাকির হায়দার বলেন, যন্ত্রটি দিয়ে দেড় ঘণ্টারও কম সময়ে এক একর জমির ধান কাটা-মাড়াই-ঝাড়া ও বস্তায় ভরা যাচ্ছে। টাকা দিতে হচ্ছে সাড়ে তিন হাজার। যন্ত্রটি ভাড়ায় নেওয়ার জন্য তার মত অনেক কৃষকই আগ্রহী হয়ে উঠেছেন। কারণ শ্রমিক দিয়ে কাজ করালে টাকাও দ্বিগুণ লাগে, ধানেরও অপচয় হয়। তাছাড়া শ্রমিকও পাওয়া যায় না। কিন্তু এ যন্ত্রে অপচয়ের বালাই নেই। তিনি ১৫ দিন আগে যোগাযোগ করে যন্ত্রটি ভাড়া পেয়েছেন।

যন্ত্রটির নির্মাতা আনোয়ার হোসেন জানান, এই প্রথম দেশীয় যন্ত্রপাতি দিয়ে কম্বাইন্ড হারভেস্টার তৈরি করা হলো। কোরিয়ার তৈরি হারভেস্টারের চেয়ে তাঁর তৈরি যন্ত্রে কৃষকের অর্ধেকেরও বেশী টাকা সাশ্রয় হবে। কোরিয়ার যন্ত্রটির দাম প্রায় ২৯ লাখ টাকা হলেও তাঁর খরচ হয়েছে সাড়ে ছয় লাখ টাকা। তবে যন্ত্রটি আরও দক্ষ, টেকসই করতে হলে খরচ হবে মোট প্রায় নয় লাখ টাকা।

কোরিয়ার কম্বাইন্ড হারভেস্টার দিয়ে এক একর জমির ধান কাটা-মাড়াই-ভাড়া ও বস্তায় ভরতে সময় লাগে এক ঘণ্টা ২০ মিনিট। ডিজেল লাগে ১৫-১৬ লিটার। যন্ত্রটির গতি কম হওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে নিতে আলাদা গাড়ি লাগে। খুচরা যন্ত্রাংশ সহজে পাওয়া যায় না। বড় শহরে পাওয়া গেলেও দাম বেশি। কিন্তু আনোয়ারের তৈরি কম্বাইন্ড হারভেস্টারে একই পরিমাণ জমির কাজে সমান সময় লাগলেও ডিজেল খরচ পাঁচ-ছয় লিটার। গতি বেশী হওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে সহজেই নেওয়া যায়। ইঞ্জিনের যন্ত্রাংশও সহজলভ্য। তিন দিন প্রশিক্ষণ দিলে যে কেউ এই যন্ত্র চালাতে পারেন।

সময় বাঁচানোর রুটির যন্ত্র লাইবা রুটি মেকার

গৃহস্থালি কাজে সাহায্য করতে দ্রুত রুটি বানাতে নতুন এক ধরনের যন্ত্র উদ্ভাবন করেছেন মাগুরার হুমায়ুন কবীর। এই যন্ত্র দিয়ে মিনিটে এক সঙ্গে ১০/১৫টি রুটি বানানো যায়। উদ্ভাবক এর নাম দিয়েছেন ‘লাইবা রুটি মেকার’। স্বাস্থ্যসম্মতভাবে রুটি বানানোর জন্য এক ধরনের ফুডপেপার (ইংল্যান্ড অথবা জাপান থেকে আমদানি করা) দিয়ে যন্ত্রটি মোড়ানো হয়। এতে খাবার স্বাস্থ্যসম্মত থাকে। এ কাঠযন্ত্রের সাহায্যে সিদ্ধ আটার রুটি, ময়দা লুচি, সিদ্ধ চালের গুড়ার রুটি, সবজি রুটি, দিল্লিকা-রোটি, এগ-পরোটা, কিমা পরোটা, কলিজার রুটি, মাসকলাই ডালের রুটি, বার্লি রুটি, তাল রুটিসহ বিভিন্ন ধরনের রুটি সহজেই তৈরি করা যায়।

তবে কাঁচা আটার রুটি তৈরি করতে গেলে রুটি পেপারের ওপর এক/দুই ফোঁটা তেল ব্যবহার করতে হয়। এ যন্ত্রের বিশেষত্ব হচ্ছে, এক মিনিটের মধ্যে প্রায় ১০ থেকে ১৫টি রুটি তৈরি করা যাবে।

উদ্ভাবক হুমায়ুন কবীর জানান, বাজারে ইন্ডিয়ান ইলেকট্রিক মেশিন আছে। তবে তা ব্যবহারে হাতে বানানো রুটির মতো স্বাদ ও মান থাকে না। এছাড়া তাতে সিদ্ধ আটার রুটি হয় না।






ড্রোনে করে হজ্জের স্বপ্ন, পূরণ হ’ল যেভাবে
৭১-এ বাংলাদেশের সঙ্গে ন্যায়বিচার করা হয়নি
চাদে বোরকা নিষিদ্ধ
জুম‘আর ছালাত ছেড়ে দিলে ৬ মাসের জেল
তিন ভাষায় পুরো কুরআন মুখস্থ করেছে মিসরের ৮ বছরের অন্ধ বালক আম্মার!
মার্কিন সেনা আগ্রাসন শুরুর পর থেকে আফগানিস্তানে মাদক উৎপাদন ৫০ গুণ বৃদ্ধি
রোহিঙ্গাদের নাগরিকত্ব অথবা নিজ ভূখন্ডে পৃথক রাষ্ট্র গঠন করার সুযোগ দিতে হবে - -ড. মাহাথির মুহাম্মাদ
ড. ইউসুফ আল-ক্বারযাভীর মৃত্যু
বৃষ্টির জন্য কৃত্রিম পাহাড় নির্মাণ করবে আমিরাত
সাদ্দাম হোসাইনই ছিলেন ইরাকের উপযুক্ত শাসক
মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ : ক্ষুব্ধ ইস্রাঈল, হতাশ যুক্তরাষ্ট্র (সঊদী আরব-ইরান সম্পর্ক পুনঃস্থাপন ও ইয়ামন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু)
মুসলিম জাহান
আরও
আরও
.