ফের অগ্নিগর্ভ কাশ্মীর; নিহত শতাধিক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ফের অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। স্বাধীনতার দাবীতে প্রতিাবদমুখর হয়ে উঠেছে সেখানকার জনগণ। পরিস্থিতি সামাল দিতে জারী করা হয়েছে কারফিউ। গত ১১ জুন স্বাধীনতাকামীদের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ১৭ বছরের এক ছাত্র নিহত হওয়ার পর থেকে অগ্নিগর্ভ কাশ্মীরে নতুন করে সৃষ্ট সহিংসতা অব্যাহত রয়েছে। এতে এ পর্যন্ত শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। উদ্ভূত সংকট নিরসন এবং সমস্যা সমাধানের উদ্দেশ্যে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহনসিংয়ের বাসভবনে গত ১৫ সেপ্টেম্বর সর্বদলীয় এক বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সেনাবাহিনীকে বেসামরিক ব্যক্তির উপর গুলি চালিয়ে হত্যার জন্য প্রদত্ত বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহার করা হবে কি-না সে প্রশ্নে কোন কার্যকর সিদ্ধান্ত ছাড়াই আলোচনা ভেঙ্গে যায়। তবে বৈঠকের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কাশ্মীরের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ৩৯ সদস্যের একটি সর্বদলীয় রাজনৈতিক প্রতিনিধি দল ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের নেতৃত্বে ২০ সেপ্টেম্বর কাশ্মীরে যায়। তারা স্বাধীনতাকামী বিভিন্ন দলের সাথে বৈঠকে মিলিত হন। এদিকে কাশ্মীরের স্বাধীনতাকামী আন্দোলনের নেতারা তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। গত ২১ সেপ্টেম্বর হুররিয়াত কনফারেন্স নেতা সৈয়দ আলী শাহ গিলানী বলেন, তাদের দাবির মধ্যে রয়েছে কাশ্মীরকে একটি আন্তর্জাতিক বিরোধপূর্ণ অঞ্চল ঘোষণা, ঐ অঞ্চল থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার ও যরূরী অবস্থা প্রত্যাহার। এগুলো বাস্তবায়িত না হলে আন্দোলন বন্ধ করা হবে না। উল্লেখ্য, কাশ্মীরে ১৮টি স্বাধীনতাকামী দল রয়েছে।

তুরষ্কে সংবিধান সংশোধনে জনগণের রায়

তুরষ্কে অনুষ্ঠিত গণভোটে সে দেশের সংবিধান সংশোধনের প্রস্তাব জয়যুক্ত হয়েছে। ‘হ্যাঁ’ প্রস্তাবে ৫৮ শতাংশ ও ‘না’ প্রস্তাবে ৪২ শতাংশ ভোট পড়েছে। সরকারী সূত্রে বলা হয়েছে, দেশের সাত কোটি ৪৮ হাযার লোকের মধ্যে মোট ভোটার চার কোটি ৯৫ লাখ। মোট ভোটারের ৭৮ শতাংশ ভোট দিয়েছেন। মধ্য আনাতোলিয়ায় সর্বোচ্চ সংখ্যক ‘হ্যাঁ’ ভোট পড়েছে। অন্যদিকে সবচেয়ে বেশী ‘না’ ভোট পড়েছে রাজধানী ইস্তাম্বুলে। কর্মকর্তারা বলছেন, প্রস্তাবিত সংশোধনী পাস হলে বেসামরিক আদালতের কাছে দেশের সেনাবাহিনীর জবাবদিহিতা ও বিচারক নিয়োগের ব্যাপারে পার্লামেন্টের ক্ষমতা বাড়বে, সরকারী কর্মকর্তারা ধর্মঘট করার আইনগত অধিকার পাবেন এবং ১৯৮০ সালের সামরিক অভ্যুত্থানে জড়িত ব্যক্তিদের বিচারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
-অ্যামেনেস্টি

ইরাকী কারাগারে নির্বিচারে নির্যাতন চলছে

ইরাকী কারাগারগুলোতে বিনা বিচারে হাযার হাযার মানুষ আটক রাখা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল’। সংস্থার নতুন একটি প্রতিবেদনে জানানো হয়েছে, সেখানে শারীরিক ও মানসিকসহ বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হচ্ছে বন্দীদের ওপর। অ্যামেনেস্টির হিসাব অনুযায়ী প্রায় ৩০ হাযার মানুষ বন্দী আছে ইরাকী কারাগারে। কারাগারেই নির্যাতনের শিকার হয়ে অনেকের মৃত্যু হয়েছে।






ইসলাম সর্বাধিক জনপ্রিয় রাষ্ট্র ধর্ম
মালেয়শিয়ায় দুর্নীতির ভয়াবহ বিস্তারে হতাশ মাহাথির
পাঁচ ওয়াক্ত আযানের ধ্বনিতে ফোটে যে ফুল
দৃষ্টিহীন লেবাননী সাজিদার কুরআন হিফয
ঘুষ গ্রহণের দায়ে যাবজ্জীবন কারাদন্ড হচ্ছে ইন্দোনেশিয়ার মন্ত্রীর
৫০ বছরের দীর্ঘ লড়াইয়ের অবসান (ফিলিপাইনের মুসলিমরা পেল স্বায়ত্তশাসন)
হালালের খোঁজ শুধু খাবারে, টাকার বেলায় নয় - -মালয়েশিয়ার ইসলামবিষয়ক উপমন্ত্রী
মুসলিম জাহান
আইএস-বিরোধিতা করায় মাকে হত্যা, দুই ভাই গ্রেপ্তার
কুরআনে শান্তি খুঁজছে যুদ্ধবিধ্বস্ত গাযার নারীরা
দক্ষিণ সুদানে ৩০ হাযার মানুষ অনাহারে
চরমপন্থীদের কারণে পাকিস্তানের ক্ষতি ১০ হাযার ৭শ কোটি ডলার
আরও
আরও
.