ইয়ামনে আরব জোটের অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ এবং রোগ-ব্যাধিতে চলতি বছর মারা গেছে ৪০ হাযার শিশু। বছরের শেষ নাগাদ শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ হাযার হ’তে পারে। ব্রিটেনভিত্তিক এনজিও ‘সেইভ দ্যা চিলড্রেন ফান্ড’ এ তথ্য দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দরিদ্রতম ইয়ামনে প্রতিদিন গড়ে ১৩০টি শিশু মারা যাচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। ২০১৫ সালের ২৬শে মার্চ সঊদী নেতৃত্বাধীন জোটের সামরিক হামলা শুরুর পর দেশটির অর্থনৈতিক অবস্থা আগের যেকোন সময়ের চেয়ে নাযুক পরিস্থিতিতে পড়েছে এবং আধুনিক ইতিহাসে ভয়াবহ কলেরা ছড়িয়ে পড়েছে। সেইভ দ্যা চিলড্রেনের ইয়ামন চ্যাপ্টারের পরিচালক সামের কিরোলোস বলেন, যুদ্ধ শুরুর পর ইয়ামনের ওপর অবরোধ চাপিয়ে দেওয়া হয়েছে। সে অবরোধের আওতায় আনা হয়েছে ইয়ামনের বিমানবন্দর, সমুদ্র ও স্থলবন্দরগুলোকে। যার ফলে দ্রুত সাহায্যও পৌঁছানো সম্ভব হচ্ছে না।






আরও
আরও
.