ইয়ামন এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ কলেরা মহামারীর শিকার। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এপর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় আড়াই লাখ। এছাড়া নিহতের সংখ্যা ১,৫০০ ছুঁয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই হিসাব জানিয়েছে। এ বছর এপ্রিল থেকে কলেরা মহামারী আকারে শুরু হয় দেশটিতে। দেশজুড়ে প্রতিদিন প্রায় ৫ হাযার করে লোক নতুনভাবে কলেরায় আক্রান্ত হচ্ছে বলেও জানায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য  সংস্থা।  নিত্যপ্রয়োজনীয়  সরঞ্জাম এবংস্বাস্থ্যসেবা পাওয়া এখন সেখানে খুবই কষ্টসাধ্য। একই সঙ্গে তীব্র খাদ্য সঙ্কট ও বিশুদ্ধ পানির দারুণ অভাব; সব মিলিয়ে দেশজুড়ে অপুষ্টি দেখা দিয়েছে।

গত দু’বছর ধরে সঊদী জোট সমর্থিত ইয়ামনের সরকারী বাহিনী ও ইরান সমর্থিত হাওছী বিদ্রোহীদের মধ্যকার টানা যুদ্ধে পুরো দেশের স্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিপর্যস্ত। বর্তমানে রাজধানী ছান‘আসহ দেশের বড় একটা অংশ বিদ্রোহীদের দখলে।







আরও
আরও
.