ভারতে এক মুসলিম তরুণী নিজের বিয়েতে ব্যতিক্রম ধরনের মোহরানা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। কেরালার সাহলা নামের এই তরুণীর বিবাহের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর শর্ত দেয় যে, মোহরানা হিসাবে সে প্রচলিত নিয়ম অনুযায়ী স্বর্ণ বা অর্থ নেবে না। বরং তার পসন্দের একগুচ্ছ বই মোহরানা হিসাবে দিলেই চলবে। কিন্তু বেঁকে বসলেন বর ও কনের পরিবারের সদস্যরা ও আত্মীয়-স্বজনরা। কিন্তু সাহলা সহজে দমবার পাত্রী নয়। সে বলল, ধর্ম তাকে যে পসন্দের স্বাধীনতা দিয়েছে তা সমাজ বা আত্মীয়-স্বজনরা কেড়ে নিতে পারে না। এক্ষেত্রে সে রাসূল (ছাঃ)-এর হাদীছ যুক্তি হিসাবে তুলে ধরে। কনের এমন দৃঢ়তা এবং যুক্তিতে বাকি সবাই হার মানেন। অতঃপর বরপক্ষ বহু বইয়ের দোকান ঘুরে অবশেষে সেই মূল্যবান ৫০টি বই ক্রয় করতে সক্ষম হন এবং মোহরানা হিসাবে তুলে দেন। সাহলা বলেন, আমি দু’টি কারণে বই চেয়েছি। প্রথমতঃ বই পড়া আমার শখ। দ্বিতীয়তঃ আমার এলাকার অধিবাসীদেরকে একটা বার্তা দিতে চেয়েছি যে, কাঁড়িকাঁড়ি স্বর্ণ বা টাকা লেনদেনের বাইরেও মুসলিমদের একটি সুন্দর বিবাহ হ’তে পারে।

[ধন্যবাদ মেয়েটিকে। সে একটি মোর্দ্দা সুন্নাতকে যিন্দা করেছে (বুখারী হা/৫০২৯)। এর ফলে অধিক মোহরানার অত্যাচার থেকে বহু যুবক বেঁচে যাবে ও বিবাহ সহজ হবে (স.স.)]






আরও
আরও
.