নওগাঁয় সূদখোর বা দাদন ব্যবসায়ীদের চড়া সূদের ফাঁদে পড়ে একের পর এক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। এমনকি সূদ ব্যবসায়ীদের চড়া সূদের টাকা দিতে না পেরে নওগাঁ সদর উপযেলার বলিহার ইউনিয়নেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ৪ জন। এছাড়া এলাকার অনেকেই সূদ ব্যবসায়ীদের চড়া সূদের টাকা দিতে না পেরে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। সূদ ব্যবসায়ীদের চাহিদামত টাকা দিতে না পারায় অনেকের বিরুদ্ধেই চেকের মামলা দেয়ায় একদিকে মামলার কারণে হচ্ছে হয়রানির শিকার ও জায়গা-জমি হারিয়ে সম্বলহীন হয়ে পড়ছে একের পর এক পরিবার। অর্থ সঙ্কটে থাকা বিপদগ্রস্ত লোকজনের অভাব ও সরলতার সুযোগ নিয়ে টাকা দেয়ার সময়ই টাকা গ্রহীতার কাছ থেকে (টাকা ও তারিখের স্থান ফাঁকা) রেখে ব্যাংকের চেকে শুধুমাত্র স্বাক্ষর নেয়াসহ টাকা গ্রহীতার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ও সুযোগ পেলে ফাঁকা ষ্ট্যাম্পেও স্বাক্ষর নিয়ে রাখে সূদখোররা।

বর্তমানে নয়া কৌশল হিসাবে উপযেলা ও যেলা পর্যায়ের বিশেষ করে সমবায়-এর নিবন্ধন নিয়ে (সমবায় সমিতির সাইনবোর্ড ঝুলিয়ে) অন্তরালে (সমিতির বাইরে) প্রতি ১০ হাযার টাকার বিপরীতে প্রতি সপ্তাহে ১ হাযার টাকা সূদ নিচ্ছে তারা। এতে দেখা যাচ্ছে মাত্র ১০ হাযার টাকা সূদের উপর লাগিয়ে বছরে ৫২ সপ্তাহে ৫২ হাযার টাকা সূদ আদায় করার পর আসল ১০ হাযার টাকাও আদায় করছে। সূদ ব্যবসায়ী ও তাদের লেলিয়ে দেয়া লোকজনের ভয়ে ও চাপের মুখে গলায় দড়ির ফাঁস ও গ্যাস বড়ি খেয়ে গত বছর থেকে চলতি বছরের এখন পর্যন্ত ৪ জন আত্মহত্যা করেছে এবং একজন বিধবা নারীসহ ৯টি পরিবার পালিয়ে বেড়াচ্ছে। এছাড়াও দু’টি পরিবার ভারতে পাড়ি জমিয়েছে বলেও জানা গেছে।

সূদী ব্যবসায়ীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় নওগাঁর বিভিন্ন এলাকায় দিনদিন সূদ ব্যবসায়ীদের সংখ্যা বেড়ে চলেছে। ফলে সাধারণ লোকজন একের পর এক সর্বস্বান্ত হয়ে পড়ছে।

[সূদ ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রশাসনের আশু পদক্ষেপ কামনা করছি। সেই সাথে সূদ রাষ্ট্রের সর্বস্তর থেকে নিষিদ্ধ করার দাবী জানাচ্ছি এবং সর্বত্র ‘করযে হাসানা’ প্রকল্প চালু করার আহবান জানাচ্ছি (স.স.)]






ঢাবিতে বিজ্ঞান ও মানবিক বিভাগে প্রথম হয়েছে দুই মাদ্রাসা শিক্ষার্থী
মেডিকেলে চান্স পেল ৫ মাস বয়সে পিতৃহারা দরিদ্র পরিবারের জমজ তিন ভাই
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইন নির্মাণ কাজ উদ্বোধন
পেঁয়াজ আবাদে গবেষকদের সফলতা (উৎপাদন বাড়বে হেক্টর প্রতি ৭০ শতাংশ পর্যন্ত)
আল্লামা বাবুনগরীকে সহকারী পরিচালকের পদ থেকে অব্যাহতি (আল্লামা আহমাদ শফীর উত্তরসূরী নির্বাচিত)
ভারতের সবচেয়ে বড় সোনার ভান্ডারের খোঁজ দিয়েছে পিঁপড়েরা!
এখনো ফিলিস্তীনীদের সেবা করে চলেছেন যে ইস্রাঈলী নারী
পবিত্র কুরআন হাতে মার্কিন কংগ্রেসে দুই নারীর শপথ
করোনায় মৃত্যুবরণকারীদের জানাযা করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন যিনি
ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হ’লে যে ক্ষতি
দেশে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে এক-তৃতীয়াংশ বেকার
বর্তমান বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তা ইলন মাস্ক (পরতেন পুরাতন পোষাক, ঘুমাতেন গ্যারেজে)
আরও
আরও
.