গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর
১. নূহ (আঃ)-এর ছেলে কেনানকে।
২. মূসা (আঃ)।
৩. রামাযান মাসে।
৪. পারস্যের বাদশাহ কিসরা।
৫. বাদশাহ নাজাশী।
গত সংখ্যার সাধারণ জ্ঞান (উদ্ভিদ জগৎ)-এর সঠিক উত্তর
১. নারিকেল।
২. বট।
৩. রেইনট্রি।
৪. লজ্জাবতী।
৫. পাথরকুচি।
চলতি মাসের সাধারণ জ্ঞান (ছালাত বিষয়ক)
১. কোন ছালাতে আযান ও একামত নেই?
২. কোন ছালাতে ছানা পড়তে হয় না?
৩. কোন ছালাতের প্রতি রাকা‘আতে দু’টি করে রুকূ করতে হয়?
৪. কোন ছালাত আদায় করলে শরীরের ৩৬০ জোড়ের সমান ছাদাক্বা করা হয়?
৫. কোন ছালাতে রুকূ-সিজদা নেই?
সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম
বর্ষাপাড়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
চলতি মাসের সাধারণ জ্ঞান (উদ্ভিদ জগৎ)
১. সারবিহীন পাঁচটি গাছ কি কি?
২. দ্বিতলপত্রী বীজ পাঁচটি গাছ কি কি?
৩. একতলপত্রী বীজ পাঁচটি গাছ কি কি?
৪. কোন ফলের মাথায় গাছ হয় এবং সে গাছ রোপণে ফল হয়?
৫. গাছের গোড়া রোপণ করে কোন গাছের বংশ বৃদ্ধি হয়?
সংগ্রহে : আতাউর রহমান
সন্ন্যাসবাড়ী, বান্দাইখাড়া, নওগাঁ।
সোনামণি সংবাদ
গাযীপুর, তেরখাদা, খুলনা ১২ জুলাই শুক্রবার : অদ্য সকাল সাড়ে ৮-টায় যেলার তেরখাদা থানাধীন গাযীপুর গ্রামে অবস্থিত দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র প্রথম পরিচালক জনাব মুহাম্মাদ আযীযুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র মাদরাসার শিক্ষক ও কুমিরডাঙ্গা জামে মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক। অত্র প্রশিক্ষণে অর্ধশতাধিক সোনামণি অংশগ্রহণ করে।
শিয়ালী, রূপসা, খুলনা ১৯ জুলাই শুক্রবার : অদ্য সকাল ৯- টায় যেলার রূপসা থানাধীন শিয়ালী আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র প্রথম পরিচালক জনাব মুহাম্মাদ আযীযুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মাদ আযাদ।
সোনামণি
আমীরুল ইসলাম (মাষ্টার)
ভায়া লক্ষ্মীপুর, বাঁকড়া, চারঘাট, রাজশাহী।
সোনামণি সোনাদের
মোরা ভাল বাসব
হাসি ভরা মুখ দেখে
প্রাণ খুলে হাসব।
ছোট চোখের চাহনিতে
কি যে যাদু মাখারে
ভবিষ্যতের অন্ধকারে
উজ্জ্বল আলো অাঁকারে।
তোতলা কথা লাগে ভালো
শুনতে আরো ইচ্ছা হয়
দো‘আ-কালেমা সোনামুখে
বারে বারে শুনি তাই।
পাখীর মতো মুখের বুলি
বড় মধুর মিষ্টি
এ যেন গো বিধাতার
অপূর্ব এক সৃষ্টি।
সোনামণি যখন মোদের
বড় হয়ে লড়বে
শিরক-বিদ‘আত ধ্বংস করে
তাওহীদি দেশ গড়বে।
ওরাই নবীন ওরাই তরুণ
ভবিষ্যতের বীর মুজাহিদ
ত্বাগূতী রাজ ধ্বংস করতে
আল্লাহর পথে হবে শহীদ।
সকল যুলুম অত্যাচারের
অবসানও করবে
ধর্মের পথে শহীদ হয়ে
জান্নাতী পথ ধরবে।