গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর   সঠিক উত্তর

১. সূরা বাক্বারার ২৫৫নং আয়াত (আয়াতুল কুরসী)।                   

২. সূরা কাওছার।

৩. সূরা ত্ব-হার প্রথম আয়াত।

৪. সূরা ফাতিহা।

৫. সূরা আলাক্বের প্রথম ৫ আয়াত।              

৬. সূরা নাছর।

৭. সূরা বাক্বারার ২৮১নং আয়াত। 

৮. ১১৪ বার।

৯. সূরা তওবায় ‘বিসমিল্লাহ’ নেই।       

১০. সূরা নামলের শুরুতে এবং মাঝে মোট ২ বার ‘বিসমিল্লাহ’ আছে।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)-এর সঠিক উত্তর

১। অক্সিজেন পরিবহন করা।

২। দেহের ভারসাম্য রক্ষা করা।

৩। আমিষ।                      ৪। ৫-৬ লিটার।

৫। ফিমার।                       ৬। আমিষ।

৭। ৩৩ টি।                       ৮। হরমোন।

৯। O (+)                       ১০। ৪%

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. কোন সূরাটি দু’টি ফলের নাম দিয়ে শুরু হয়েছে?

২. কুরআন মাজীদে কয়জন নবীর নাম উল্লেখিত হয়েছে?

৩. কোন নবীর নাম সবচেয়ে বেশী উল্লেখ করা হয়েছে?

৪. কুরআনে মহানবী (ছাঃ)-এর ‘মুহাম্মাদ’ নাম উল্লেখ হয়েছে কতবার?

৫. কুরআনে ‘আহমাদ’ নাম উল্লেখ হয়েছে কতবার?

৬. ছাহাবীগণের মধ্যে কার নাম উল্লেখ করা হয়েছে?

৭. মহিলাদের মধ্যে কার নাম উল্লেখিত হয়েছে?

৮. মাসের মধ্যে কোন মাসের নাম উল্লেখ করা হয়েছে?

৯. কুরআনে কার উপনাম ব্যবহার করা হয়েছে?

১০. কোন সূরায় ‘আল্লাহ’ নামটি উল্লেখিত হয়নি?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)

১. ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নেই?

২. বাংলাদেশের বৃহত্তর যেলা কতটি?

৩. বাংলাদেশের কোন যেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?

৪. কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন?

৫. কর্ণফুলী নদীর তলদেশে দেশের একমাত্র টানেল নির্মাণ করবে কোন দেশ?

৬. বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে?

৭. ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়?

৮. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?

৯. বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য কি.মি.?

১০. বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বখশী বাজার, ঢাকা।

সোনামণি সংবাদ

নওদাপাড়া, রাজশাহী ১৩ই জুলাই সোমবার : অদ্য বাদ আছর মহানগরীর নওদাপাড়াস্থ দারুল হাদীছ (প্রাঃ) বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০ উপলক্ষে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর মক্তব বিভাগের শিক্ষক মুহাম্মাদ নিযামুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, সহ-পরিচালক আবু হানীফ, মুহাম্মাদ মুঈনুল ইসলাম ও মুহাম্মাদ আবু তাহের। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি শরীফ আনঞ্জুম ও ইসলামী জাগরণী পরিবেশন করে ছফিউল্লাহ নাঈম।

পরপারে

খোরশেদ আলম খোকন

মহাখালী, ঢাকা।

সবার স্মরণে বলি ভাই

দুই দিনের এ দুনিয়ায়

কিসের এতো বড়াই?

ক’দিনের এই মায়ার তরে,

কেউ ঘরে কেউ পথের পরে!

সবাই ক্ষণিকের মুসাফির,

যেতে হবে পরপারে

কবর সবার আপন নীড়।

ওপার হ’তে এপার গণে,

ডাক পড়িবে জনে জনে!

আসবে নিতে গাড়ি,

সেই গাড়িতে উঠবে একদিন

সকল নর-নারী।

পাইবে নাকো ছাড় সেদিন

ধরবে অনেক কষে,

মাটির দেহ মাটিতে হায়!

পড়বে খসে খসে।

পুণ্য যদি থাকে তোমার কিছু

সেটাই হবে সাথী নিবে তোমার পিছু,

পাপে পুড়বে আদরে গড়া দেহ

হারাম পথে সঞ্চিত ধন হবে সাপ ও বিচ্ছু।






আরও
আরও
.