গত সংখ্যার সাধারণ জ্ঞান (দৈনন্দিন বিজ্ঞান)-এর সঠিক উত্তর

১। ম্যালেরিয়ার জীবাণু।     

২। দূষিত রক্ত।

৩। লোহিত কণিকায়।

৪। অক্সিজেনযুক্ত রক্ত।

৫। সিফগমোম্যানোমিটার।

গত সংখ্যার মেধা পরীক্ষা (বিজ্ঞান বিস্ময়)-এর সঠিক উত্তর

১। সুলতান কোসেন।

২। ২৭ বছর।

৩। ৮ ফুট ১ ইঞ্চি।

৪। তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর মারদিনের অধিবাসী।

৫। বর্তমান দীর্ঘদেহী ব্যক্তি সুলতান কোসেন পূর্বের দীর্ঘকায় ব্যক্তির চেয়ে ৪ ইঞ্চি বেশী লম্বা এবং তার নাম বাওজিসুন। তার বাড়ী চীনে।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)

১। মহাশূন্যে উৎক্ষিপ্ত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?

২। বিশ্বের প্রথম নারী মহাকাশচারীর নাম কি?

৩। নোবেল বিজয়ী প্রথম বাঙালী কে?

৪। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালের কত তারীখে?

৫। জাতিসংঘের প্রথম এশীয় মহাসচিব কে?

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (স্বদেশ)

১। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র?

২। ২১ ফেব্রুয়ারী ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে ঘোষণা দেয় কোন সংস্থা?

৩। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কোন সম্রাট?

৪। বঙ্গভঙ্গ রদ হয়েছিল কত সালে?

৫। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

সোনামণি সংবাদ

সমসপুর, বাগমারা, রাজশাহী ২২ ডিসেম্বর ’০৯ মঙ্গলবার : অদ্য বাদ ফজর সমসপুর হাফেযিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব মুহাম্মাদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন রাজশাহী কলেজের এম.কম-এর ছাত্র এনামুল হক, অত্র মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য সাজেদুর রহমান এবং অত্র মাদরাসার শিক্ষক হাফেয বেলাল।

বাগডোব, মহাদেবপুর, নওগাঁ ২২ ডিসেম্বর রবিবার : অদ্য সকাল ৯-টায় হ’তে বাগডোব আহলেহাদীছ জামে মসজিদে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাগডোব শাখার উদ্যোগে এক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাগডোব শাখা ‘আন্দোলন’-এর সম্মানিত সভাপতি মাষ্টার নাযীমুদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ। তিনি তাঁর বক্তব্যে আহলেহাদীছ আন্দোলনের অধীনে একতাবদ্ধ হয়ে সাংগঠনিক দায়িত্ব পালনের উদাত্ত আহবান জানান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন বাগডোব শাখা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মামূনুর রশীদ।

ভূগরইল, শাহমখদুম, রাজশাহী ২৩ ডিসেম্বর বুধবার : অদ্য বাদ আছর ভূগরইল আহলেহাদীছ জামে মসজিদে এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ মক্তবের শিক্ষক সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ। তিনি দৈনন্দিন জীবনে ইসলামী বিধান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি সোনামণিদেরকে রাসূল (ছাঃ)-এর আদর্শে জীবন গড়ার প্রতি উদাত্ত আহবান জানান। অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করে নওদাপাড়া মারকায শাখার সোনামণি মুহাম্মাদ আরীফ। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম ও অত্র শাখার সোনামণি পরিচালক মেহেদী হাসান।

মধ্য ভূগরইল, নওদাপাড়া, রাজশাহী ১ জানুয়ারী শুক্রবার : অদ্য সকাল ৯-টায় মধ্য ভূগরইল আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি জনাব নাযিমুদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। তিনি সোনামণি সংগঠনের মূলমন্ত্রের আলোকে রাসূলুল্লাহ (ছাঃ)-এর আদর্শে জীবন গঠন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র মসজিদের সাধারণ সম্পাদক জনাব নবীবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মসজিদের মক্তব পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ছাত্র সাইফুল ইসলাম।

রাঘবেন্দ্রপুর, নবাবগঞ্জ, দিনাজপুর ১ জানুয়ারী শুক্রবার : অদ্য সকাল ৯-টায় রাঘবেন্দ্রপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর সাংগঠনিক যেলার অর্থ সম্পাদক জনাব আনারুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ। অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন সোনামণি নওদাপাড়া মারকায শাখার পরিচালক রবীউল আওয়াল ও সোনামণি রাঘবেন্দ্রপুর শাখার পরিচালক শামউন কবীর। অনুষ্ঠান পরিচালনা করে সোনামণি রাঘবেন্দ্রপুর শাখার প্রচার সম্পাদক রেযা।






আরও
আরও
.