১. আসমা বিনতে ইয়াযীদ (রাঃ)। ২. আয়েশা (রাঃ)।
৩. আয়েশা (রাঃ)। ৪. খাদীজা (রাঃ)।
৫. হাফছাহ বিনতে ওমর (রাঃ)
৬. উম্মে আত্বিয়্যা আনছারী (রাঃ)।
৭. আবু বকর (রাঃ)।
৮. আবদুর রহমান বিন আউফ (রাঃ)।
৯. আবু ওবায়দা ইবনুল জার্রাহ (রাঃ)।
১০. ফাতেমা বিনতে আসাদ (রাঃ)।
গত সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)-এর সঠিক উত্তর
১. আইয়ুব নগর । ২. শাহবাজপুর।
৩. বিক্রমপুর। ৪. সাতঘরিয়া।
৫. বরেন্দ্রভূমি। ৬. হরিকেল।
৭. বর্ধমান হাউজ। ৮. চামেলি হাউজ।
৯. গণভবন (করতোয়া) ১০. গভর্নর হাউজ/গভর্নর।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)
১. রাসূল (ছাঃ)-এর মৃত্যুর পর তাঁর স্ত্রীদের মধ্যে কে সর্বপ্রথম মৃত্যুবরণ করেন?
২. কোন ছাহাবী নবী করীম (ছাঃ)-এর দশ বছর খেদমত করেন?
৩. কোন ছাহাবীর জন্য নবী করীম (ছাঃ) দো‘আ করেছিলেন, ‘হে আল্লাহ তার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দাও এবং তাতে বরকত দান কর’।
৪. কোন ছাহাবী নবী করীম (ছাঃ)-এর ওহী লিখক ছিলেন এবং আত্মীয়তার দিক থেকে তাঁর শ্যালক ছিলেন?
৫. কোন ছাহাবীর স্ত্রীকে নবী করীম (ছাঃ) জান্নাতে দেখে এসেছেন?
৬. কোন কোন ছাহাবী রাসূলুল্লাহ (ছাঃ)-এর ন্যায় ৬৩ বয়সে মৃত্যুবরণ করেছিলেন?
৭. কোন মহিলা ছাহাবী দু’বার হিজরত করেন, দুই ক্বিবলার দিকে ছালাত আদায় করেন; স্বামী মারা গেলে নিজে তার গোসল দেন, রাসূল (ছাঃ)-এর সাথে বিদায় হজ্জে বের হয়ে রাস্তায় সন্তান প্রসব করেন?
৮. ওহোদ যুদ্ধে কোন ছাহাবীকে তীরন্দাজ বাহিনীর নেতৃত্ব দেয়া হয়?
৯. কোন ছাহাবী কাদেসিয়ার যুদ্ধে সেনাপতি ছিলেন?
১০. রাসূল (ছাঃ)-এর কন্যা যায়নাব (রাঃ)-এর স্বামী কে ছিলেন?
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)
১. প্রধানমন্ত্রীর কার্যালয়ের পুরাতন নাম কি?
২. পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন নাম কি?
৩. রাজউকের পুরাতন নাম কি?
৪. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরাতন নাম কি?
৫. রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনার পুরাতন নাম কি?
৬. রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার পুরাতন নাম কি?
৭. বাহাদুর শাহ্ পার্কের পুরাতন নাম কি?
৮. নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের পুরাতন নাম কি?
৯. সাভারের পুরাতন নাম কি?
১০. টঙ্গীর পুরাতন নাম কি?
সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম
বংশাল, ঢাকা।
সোনামণি সংবাদ
ধূরইল, মোহনপুর, রাজশাহী ২৫শে আগস্ট বৃহস্পতিবার : অদ্য সকাল ৭-টায় ধূরইল আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ধূরইল ডি.এস কামিল মাদরাসার শিক্ষক জনাব মুহাম্মাদ মুর্তযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক হাবীবুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ‘যুবসংঘ’ ধূরইল শাখার প্রচার সম্পাদক আমীনুল ইসলাম ও ধূরইল ডি.এস কামিল মাদরাসার খন্ডকালীন শিক্ষক রফীকুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আয়েশা খাতুন ও ইসলামী জাগরণী পরিবেশন করে তাহমিনা খাতুন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’ ধূরইল শাখার সভাপতি শফীকুল ইসলাম।
ঘোলহাড়িয়া, পবা, রাজশাহী ১লা সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বিকাল ৫-টায় ঘোলহাড়িয়া ইসলামিক স্কুলে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও সোনামণি রাজশাহী মহানগরের সহ-পরিচালক মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য মা‘ছূম বিল্লাহ, সুজাউদ্দৌলা ও শিক্ষক হাফেয রহমতুল্লাহ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আলী ও ইসলামী জাগরণী পরিবেশন করে রিয়া খাতুন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক রাসেল আহমাদ।
সন্তোষপুর, শাহমখদুম, রাজশাহী ৯ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর সন্তোষপুর পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সাবেক সভাপতি আলহাজ্জ মাক্ববূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স, নওদাপাড়া, রাজশাহীর কুল্লিয়া ২য় বর্ষের ছাত্র আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুবাশ্বের ইসলাম।
সোনাপুর, মহাদেবপুর, নওগাঁ ২৭শে সেপ্টেম্বর মঙ্গলবার : অদ্য সকাল ১১-টায় সোনাপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসায়েনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাপুর শাখা ‘আন্দোলন’-এর সভাপতি আশরাফুল ইসলাম, ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক ডা. শাহীনুর রহমান ও অর্থ সম্পাদক মুতীউর রহমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আবু হাসান ও ইসলামী জাগরণী পরিবেশন করে ইমরান হোসায়েন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা সোনামণি পরিচালক আব্দুর রহমান।