গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১. সূরা আলাক্বের প্রথম পাঁচটি আয়াত।

২. সূরা ফাতিহা।

৩. কিছু সময় পর্যন্ত অহি-র অবতরণ বন্ধ হওয়াকে ‘ফিতরাতুল অহী’ বলে। এর সময়কাল তিন বছর (ফাতহুল বারী ১/২৭)

৪. সূরা মুদ্দাছি্ছরের প্রথম পাঁচটি আয়াত (বুখারী ১/৩)

৫. সূরা নাছর ও সূরা মায়েদার ৩ নং আয়াত।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি)-এর সঠিক উত্তর

১. উন্নত ইলেকট্রনিক যোগাযেগাগ ব্যবস্থা।

২. ইন্টারনেট।                    ৩. ১৯৬৯ সালে।

৪. মডেম।                                    ৫. টেলিমেডিসিন।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)

১. অহী অবতীর্ণের পর রাসূল (ছাঃ) সর্বপ্রথম কার নিকটে আশ্রয় নিয়েছিলেন?

২. বিশ্বের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন?

৩. মহান আল্লাহ কোন কোন মহিলার নিকট সালাম প্রেরণ করেন?                                                                                                                                                                       

৪. ‘আমুল হুযন’ কার সাথে সম্পর্কিত?

৫. অহী নাযিলের পর খাদীজাতুল কুবরা রাসূল (ছাঃ)-কে কি বলে সান্ত্বনা দিয়েছিলেন?

চলতি সংখ্যার সাধরণ জ্ঞান (ইতিহাস ও ঐতিহ্য)

১. বাংলাদেশে কতটি উপজাতি রয়েছে?

২. বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা অধিক?

৩. চাকমাদের বসবাস বাংলাদেশের কোন যেলায়?

৪. চাকমাদের প্রধান ধর্ম কি?

৫. চাকমাদের মৃতদেহ কি করা হয়?

সংগ্রহে : বযলুর রহমান

কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

 সোনামণি সংবাদ

নওদাপাড়া, রাজশাহী ১৪ মার্চ, বৃহস্পতিবার : অদ্য বা‘দ আছর দারুলহাদীছ (প্রাঃ) বিশ্ববিদ্যালয় জামে মসজিদে এক ‘সোনামণি তা‘লীমী বৈঠক’ অনুষ্ঠিত হয়। ‘সোনামণি’ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (মারকায) এলাকার পরিচালক আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তা‘লীমী বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ মারকায এলাকার সহ-পরিচালক মুহাম্মাদ আতীকুর রহমান, নওশাদ ও মারকায শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

উত্তর নওদাপাড়া, রাজশাহী ১৫ মার্চ, শুক্রবার : অদ্য বা‘দ আছর উত্তর নওদাপাড়া (তালপুকুর পাড়া) আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ রাজশাহী মহানগরীর পরিচালক আতাউল্লাহ, সহ-পরিচালক যাকারিয়া ও নাজমুস সা‘আদত।

আমরা শিরক বিরোধী

ওবায়দুল্লাহ বিন সাইফুল ইসলাম

নওদাপাড়া মাদরাসা, রাজশাহী।

আমরা রাষ্ট্রদ্রোহী নই

আমরা শিরক বিরোধী

একথা স্পষ্টভাবে বলতে চাই।

আমরা দুর্নীতিবাজ নই

আমরা হত্যাকারী নই

নই বিশৃংখলা সৃষ্টিকারী।

আমরা নিরাপত্তা চাই

জান-মালের দেশের সবারই।

আমরা আহবানকারী

সকল কল্যাণ কাজে।

ঐ পথে মোরা অর্থ শ্রম

কখনো করবো না ব্যয়,

যে পথ মিথ্যা-বাজে।

আমরা ঐ পথে হব না আগুয়ান

যে পথে আছে শিরক।

তাওহীদের পথে জীবন বিলাতে

আমরা সদা নির্ভীক।

ভোরের ছালাত

কামারুযযামান

তানোর, রাজশাহী।

প্রভুর স্মরণে যেতে মসজিদ পানে সবাই খোল অাঁখি

অাঁধার গিয়েছে ভোর হয়েছে উঠছে পাখি ডাকি।

মসজিদ মিনারে মধুর সুরে আযান দিয়েছে মুয়াযযিন

ঘুম ছেড়ে ওঠ জলদি ছালাত আদায় কর হে মুমিন!

ওরে গাফেল! তন্দ্রায় বিভোর তুমি এখনও অচেতন?

ভরেছে বিশ্ব যুলমাতে এখনি তুমি হও সচেতন।

আধাঁর রাত শেষ হয়েছে জাগো হে মুসলমান!

ঘুমের চেয়ে ছালাত ভাল হাদীছের ফরমান।

দিবা-রাত্রি ছালাত কায়েম কর নাজাত পাবে হাশরে

আল্লাহ পাক খুশী হবেন সুখে থাকবে পরপারে।

ছালাত হ’ল জান্নাতের চাবি আদায় কর জামা‘আতে

আল্লাহ পাকের দীদার তবে লাভ করবে জান্নাতে।

***

সালাম

মুহাম্মাদ হাবীবুর

বখশিগঞ্জ, বদরগঞ্জ, রংপুর।

মুসলিম ভাইয়ের দেখা হ’লে

সালাম দিব আগে

তার পরে বলব কথা

মনে যাহা জাগে।

সালাম অর্থ শান্তি

মনকে করে নরম

সালাম দিতে কোন সময়

করব না ভাই শরম।

ছোট-বড় সবাইকে

দিব মোরা সালাম

সালাম হচ্ছে মহান আল্লাহর

অমূল্য এক কালাম।






আরও
আরও
.