গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইতিহাস বিষয়ক)-এর সঠিক উত্তর

১. সা‘দ বিন আবি ওয়াক্কাছ (রাঃ)।

২. হযরত আদম (আঃ)-এর পুত্র হাবীলকে।

৩. হযরত আদম (আঃ) (১০০০ বছর)।

৪. কা‘বা ঘর।                    ৫. কুবায় নির্মিত মসজিদ।

৬. হিলফুল ফুযুল।               ৭. কাবীল।

৮. দারুল আরকাম (মক্কা)।      ৯. হযরত নূহ (আঃ)।

১০. হযরত আদম ও হাওয়া (আঃ)-এর মুখের ভাষা।

গত সংখ্যার সাধারণ জ্ঞান -এর সঠিক উত্তর

১. পর্তুগাল।                       ২. মেরু বিন্দুতে।

৩. সম্রাট অশোক।                ৪. ১৯৮১ সালে।

৫. সবুজ উদ্ভিদ।                  ৬. বিসমার্ক।

৭. অপারেটিং সিস্টেম।           ৮. রেডন।

৯. হংকং।                                    ১০. অস্ট্রেলিয়া।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইতিহাস বিষয়ক)

১. ইসলামের প্রথম পুরুষ শহীদ কে?

২. নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?

৩. মদীনায় সর্বপ্রথম ইসলামে প্রভাবিত যুবক কে?

৪. কোন নবী দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন?

৫. কিয়ামতের আগে মুসলমানদের দুর্দশায় কার আর্বিভাব ঘটবে?

৬. ইসলামে প্রথম শুলিবিদ্ধ হয়ে শহীদ হন কে?

৭. প্রথম মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠাতা কে?

৮. প্রথম ইসলামী মুদ্রা চালু করেন কে?

৯. প্রথম আকাইদ মুদ্রা চালু করেন কে?

১০. ইসলামের প্রথম সস্ত্রীক হিজরতকারী কে?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক)

১. ডায়নামা কে, কত সালে আবিষ্কার করেন এবং তিনি কোন দেশের নাগরিক?

২. ডিজেল ইঞ্জিন কে, কত সালে আবিষ্কার করেন এবং তিনি কোন দেশের নাগরিক?

৩. পেট্রোল ইঞ্জিন কে, কত সালে আবিষ্কার করেন এবং তিনি কোন দেশের নাগরিক?

৪. রেলওয়ে ইঞ্জিন কে, কত সালে আবিষ্কার করেন এবং তিনি কোন দেশের নাগরিক?

৫. বাষ্পচালিত ইঞ্জিন কে, কত সালে আবিষ্কার করেন এবং তিনি কোন দেশের নাগরিক?

৬. রেফ্রিজারেটর কে, কত সালে আবিষ্কার করেন এবং তিনি কোন দেশের নাগরিক?

৭. থার্মোমিটার কে, কত সালে আবিষ্কার করেন এবং তিনি কোন দেশের নাগরিক?

৮. বৈদ্যুতিক কম্পিউটার কে আবিষ্কার করেন এবং তিনি কোন দেশের নাগরিক?

৯. সুপার কম্পিউটারের উদ্ভাবক কে?

১০. কম্পিউটারের মাউস সর্বপ্রথম তৈরী করেন কে?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বখশী বাযার, ঢাকা।

সোনামণি সংবাদ

সাগরামপাড়া, গোদাগাড়ী, রাজাশাহী ২১শে মার্চ বৃহস্পতিবার : অদ্য সকাল ৯-টায় গোদাগাড়ী উপযেলাধীন উম্মুল ক্বুরা সালাফিইয়াহ মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ তোফাযযল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালাক রাবীউল ইসলাম, সোনামণি মারকায এলাকার সহ-পরিচালক আলাউদ্দীন ও সূর্যমুখী শাখার পরিচালক মুহাম্মাদ মু্য্যাম্মিল হক। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে মুহাম্মাদ আব্দুল আহাদ ও ইসলামী জাগরণী পরিবেশন করে আসাদুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র যেলা ‘সোনামণি’র পরিচালক ইমাম হোসাইন।

যিলযাল

-আব্দুল মালেক, মহিষালবাড়ী, রাজশাহী।

আরম্ভ করছি নাম নিয়ে আল্লাহর

যিনি দাতা দয়াময় অসীম ও অপার।

যখন যমীন ভীষণ কম্পনে কম্পিবে

যমীনের বোঝা সব বাহির করে দিবে।

মানুষ বলবে তখন, কি হ’ল ইহার?

যমীন নিজের খবর করবে প্রচার।

এই কারণে যে প্রভু তাকে আদেশ দিবেন

সেদিন মানুষ দলে বিভক্ত হবে

তারা স্বীয় আমল সমূহ দেখতে পাবে।

অণু পরিমাণ নেকী হ’লে দেখবে নিশ্চয়

আর যে লোক অণু পরিমাণ গোনাহ করবে

সেও তা দেখতে পাবে নিশ্চয়।

সত্যের সন্ধানে

আসিয়া খাতুন, কদমতলা, সাতক্ষীরা।

আরব দেশে জন্ম তাহার নাম যে মুহাম্মাদ

দাদা আব্দুল মুত্তালিব নাম রাখেন আহমাদ।

তিনি মানবতার মুক্তির দূত ও সত্যের দিশারী,

৪০ বছর বয়সে তিনি মক্কার হেরা গুহায়

মগ্ন ছিলেন রবের ইবাদত-আরাধনায়।

আল্লাহর রহমতে তিনি পেলেন নবুঅত

রহমত হয়ে আসলেন ধরায় দূর করলেন যুলমাত।

আল্লাহর মনোনীত ধর্মই হ’ল ইসলাম

কুরআন হ’ল তার অনন্য সংবিধান।

আমরা করি সেই দ্বীনের অনুসরণ

কুরআন ও ছহীহ হাদীছে যার রয়েছে স্পষ্ট বিবরণ।

কুরআন দেয় মুসলিমকে সঠিক পথের দিশা

তার আলোতেই দূর হবে সকল আমানিশা।

তাই অহি-র আলোকে জীবন চালাও হও খাঁটি মুসলমান

তবেই তুমি হবে সফল পাবে পরিত্রাণ।






আরও
আরও
.