গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. আল-কুরআন, আল-ফুরক্বান, আত-তানযীল, আয-যিফর।

২. ১০ম হিজরীর ছফর মাসে।              ৩. নূহ (আঃ)-এর ছেলের ব্যাপারে।

৪. ১১টি তারকা।       ৫. ছামূদ জাতিকে।           ৬. কওমে লূতকে।

৭. নূহ (আঃ) স্বীয় কওমের জন্য।      ৮. মক্কার অদূরে হেরা পর্বতের গুহায়।

৯. সূরা বাক্বারাহ ২৮২ নং আয়াত।     ১০. ত্ব-হা-১ ও ইয়াসীন-১।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (ঐতিহাসিক স্থান ও স্থাপনা)-এর সঠিক উত্তর

১. যুবরাজ মুহাম্মাদ আযম।           ২. শায়েস্তা খান। 

৩. আওরঙ্গবাদ দুর্গ।                    ৪. ১৬১০ সালে।

৫. সুবেদার ইসলাম খান।  ৬. পুরান ঢাকার আরমানীটোলায়।

৭. নোয়াখালী যেলার বেগমগঞ্জে।    ৮. মেহেরপুর যেলায়।

৯. চট্টগ্রামের রাউজানে।   ১০. শ্রী ধর্মপাল দেব।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. কুরআনের কোন সূরার কোন আয়াতে ব্যভিচারের দন্ডবিধি আলোচিত হয়েছে?

২. কুরআনের কোন সূরার কোন আয়াতে চুরির দন্ডবিধি উল্লিখিত হয়েছে?

৩. কুরআনের কোন সূরার কোন আয়াতে মিথ্যা অপবাদের শাস্তির বিধান উল্লিখিত হয়েছে?

৪. কুরআনের কোন সূরার কোন আয়াতে মুমিন নারী-পুরুষকে দৃষ্টি অবনত রেখে চলতে বলা হয়েছে?

৫. কুরআনের কোন সূরার কোন আয়াতে উত্তরাধিকার সম্পদ বণ্টন সম্পর্কে আলোচিত হয়েছে?

৬. কুরআনের কোন সূরার কোন আয়াতে মুহাররামাত মহিলাদের পরিচয় দেয়া হয়েছে?

৭. কুরআনের কোন সূরার কোন আয়াতে যাকাত বণ্টনের খাতসমূহ উল্লেখ করা হয়েছে?

৮. কুরআনের কোন সূরার কোন আয়াতে ছিয়াম সম্পর্কিত বিধি-বিধান উল্লিখিত হয়েছে?

৯. কুরআনের কোন সূরার কোন আয়াতে বাহনে আরোহনের দো‘আ উল্লেখ করা হয়েছে?

১০. কুরআনের কোন সূরার কোন আয়াতে রাসূল (ছাঃ)-এর প্রতি দরূদ পড়ার আদেশ দেয়া হয়েছে?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ঐতিহাসিক স্থান ও স্থাপনা)

১. শহীদ মিনার কোথায় অবস্থিত এবং এর স্থপতি কে?

২. জাতীয় স্মৃতি সৌধ কোথায় অবস্থিত এবং এর স্থপতি কে?

৩. জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত এবং এর স্থপতি কে?

৪. অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত এবং এর স্থপতি কে?

৫. অমর একুশে কোথায় অবস্থিত এবং এর স্থপতি কে?

৬. সাবাস বাংলাদেশ কোথায় অবস্থিত এবং এর স্থপতি কে?

৭. স্বোপার্জিত স্বাধীনতা কোথায় অবস্থিত এবং এর স্থপতি কে?

৮. শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত এবং এর স্থপতি কে?

৯. জাতীয় যাদুঘর কোথায় অবস্থিত এবং এর স্থপতি কে?

১০. কমলাপুর রেলষ্টেশন কোথায় অবস্থিত এবং এর স্থপতি কে?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম, বংশাল, ঢাকা।

সোনামণি সংবাদ

সরনজাই, তানোর, রাজশাহী ১৮ই জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার তানোর উপযেলাধীন সরনজাই খাঁপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গোপালপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মাদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক মুহাম্মাদ হাবীবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ রেযাউল করীম, ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ ইমাম হোসাইন ও সহ-পরিচালক আনারুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আব্দুল্লাহ ও ইসলামী জাগরণী পরিবেশন করে হালীমা খাতুন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম।

ভবানীগঞ্জ, বাগমারা, রাজশাহী ১৯শে জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর যেলার বাগমারা উপযেলাধীন ভবানীগঞ্জ বাজার আহলেহাদীছ জামে মসজিদে মাগমারা উপযেলা সোনামণি পরিচলনা পরিষদ পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আইয়ূব আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ হাবীবুর রহমান ও যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুকাম্মাল হোসাইন। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক এস.এম. সিরাজুল ইসলাম মাস্টার ও যেলা ‘সোনামণি’র পরিচালক খায়রুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন শহীদুল ইসলাম।

ঝিনা, গোদাগাড়ী, রাজশাহী ২৩শে জানুয়ারী মঙ্গলবার : অদ্য বাদ আছর  যেলার গোদাগাড়ী উপযেলাধীন ঝিনা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী উপযেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মুহাম্মাদ মুসলিমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও রাজশাহী মহানগরের সহ-পরিচালক রাক্বীবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ ইমাম হোসাইন ও সহ-পরিচালক রূহুল আমীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ মাসঊদ রানা ও ইসলামী জাগরণী পরিবেশন করে আব্দুল্লাহ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জামালুদ্দীন।

মুসলিমপাড়া, রংপুর ২৬শে জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় রংপুর যেলা শহরের মুসলিমপাড়াস্থ শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শিহাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক লাল মিয়া, ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহমূদ, সাধারণ সম্পাদক আব্দুর নূর, ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ মুস্তাকীম ও সহ-পরিচালক শাহীনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি নাফীস আহনাফ ও ইসলামী জাগরণী পরিবেশন করে সোনামণি লুৎফর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘সোনামণি’র যেলা সহ-পরিচালক খুরশেদ আলম।







আরও
আরও
.