গত সংখ্যার সাধারণ জ্ঞান (জান্নাত)-এর সঠিক উত্তর

১. আদম (আঃ), হাওয়া (আঃ) ও শহীদগণ।

২. আবু বরক, ওমর, ওছমান, আলী, ত্বালহা, যুবায়ের, আব্দুর রহমান বিন আওফ, সা‘দ, সাঈদ ও আবু ওবায়দাহ ইবনুল জাররাহ (রাঃ)।

৩. মুহাম্মাদ (ছাঃ)।

৪. পূর্ণিমার চাঁদের মত উজ্জ্বল।

৫. সত্তর হাযার, অন্য বর্ণনায় অগণিত।

৬. ৪০ বছর, অন্য বর্ণনায় ৫০০ বছর।

৭.  পৃথিবীর সমান ও তার দশগুণ।

৮. শহীদদের জন্য।

৯. হূরদের সহ তাদের সংখ্যা অধিক হবে।

১০. তারা জান্নাতে যাবে এবং ইবরাহীম (আঃ) তাদের তত্ত্বাবধান করবেন।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (উদ্ভিদ জগৎ)-এর সঠিক উত্তর

১. কলা।

২. পাতা বাহার।

৩. পেপে, পেয়ারা, তরমুজ, বাংগী বা ফুটি, ডালিম, শসা, খিরা, বিচিকলা।

৪. আম, লিচু, বরই, জলপাই, খেজুর।

৫. নারিকেল।

৬. জবা।

৭.  অধিক সংখ্যক সুন্দরী গাছ থাকায়।

৮. গেওয়া।

৯. বাঁশ।

১০. আম, বরই।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (জান্নাত)

১. পাপী মুমিনরা জান্নাতে প্রবেশ করলে তাদের পরিচয় কি হবে?

২. জাহান্নামের উপরে স্থাপিত পুল কেমন হবে?

৩. মুমিনরা কিভাবে পুল পার হবে?

৪. কি কি কাজ করলে জান্নাতে রাসূলের কাছাকাছি থাকা যাবে?

৫. আল্লাহ জান্নাত-জাহান্নাম সৃষ্টি করে তা দেখতে কাকে পাঠান? 

৬. জান্নাতের অধিকাংশ অধিবাসী কারা হবে?

৭. জান্নাতীদের কাতার কয়টা হবে?

৮. উম্মতে মুহাম্মাদীর কাতার কয়টা হবে?

৯. জান্নাতের সরদার কারা হবে?

১০. জান্নাতবাসী নারীদের মধ্যে কার মর্যাদা সর্বাধিক?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (উদ্ভিদ জগৎ)

১. বিদেশ হ’তে আমদানীকৃত ৩টি উদ্ভিদ আমাদের দেশে বেশ প্রসার লাভ করেছে, সেগুলি কি কি?

২. ইউক্যালিপটাসের আদি জন্মস্থান কোন দেশ?

৩. অতি ক্ষুদ্র বীজ হ’তে অতি বৃহৎ বৃক্ষের জন্ম হয়, সে দু’টি কি কি?

৪. প্রবল ঝড়ে কোন কোন গাছ টিকে থাকে?

৫. তেল হয় কোন কোন গাছ হ’তে?

৬. অতি শক্ত বীজ কি কি?

৭. কোন ফলের মাথায় গাছ হয় এবং সে গাছ লাগালে আবার ফল হয়?

৮. অতি দ্রুত বর্ধনশীল গাছ কি?

৯. অতি অল্প সময়ে কোন গাছ কাজের উপযোগী হয়ে যায়?

১০. গরীব মানুষের গৃহ নির্মাণে কোন গাছের অবদান সবচেয়ে বেশী?

সংগ্রহে : আতাউর রহমান

সন্ন্যাসবাড়ী, বান্ধাইখাড়া, নওগাঁ।

সোনামণি সংবাদ

নওদাপাড়া, রাজশাহী ২৭শে এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ আছর দারুল হাদীছ (প্রাঃ) বিশ্ববিদ্যালয় জামে মসজিদে নওদাপাড়া মারকায এলাকার উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনামণি মারকায এলাকার উপদেষ্টা মাওলানা নযরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম, যয়নুল আবেদীন ও হাবীবুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর সোনামণি পরিচালক আসাদুল্লাহ আল-গালিব, মারকায এলাকার পরিচালক ফরহাদ হোসাইন ও সহ-পরিচালক আহমাদ আব্দুল্লাহ শাকির। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আব্দুল্লাহ রিয়ায ও ইসলামী জাগরণী পরিবেশন করে বখতিয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন মারকায এলাকার সোনামণি সহ-পরিচালক মুহাম্মাদ শহীদুল্লাহ।   

কাস্টনাংলা, বাগমারা, রাজশাহী ১৫ই মে সোমবার : অদ্য বাদ আছর কাস্টনাংলা মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি জনাব আব্দুল খালেকের সভাপতিত্বে  অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, বাগমারা উপযেলার সোনামণি সহ-পরিচালক হাফেয শহীদুল ইসলাম ও হাট গাঙ্গোপাড়া এলাকার সোনামণি সহ-পরিচালক মাইনুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি রাক্বীবুল হাসান ও ইসলামী জাগরণী পরিবেশন করে শারমীন খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন কাস্টনাংলা উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদের খতীব তোফায্যল হোসাইন।






আরও
আরও
.